• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০২:৫৩:৩৭ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০২:৫৩:৩৭ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজস্থলীতে শেখ রাসেল দিবস পালন

১৮ অক্টোবর ২০২৩ দুপুর ০২:১৪:২৫

রাজস্থলীতে শেখ রাসেল দিবস পালন

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।

দিবসটি উপলক্ষে ১৮ অক্টোবর বুধবার সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা খাদ্য বিভাগের ওসি এল এসডি আশিষ ভৌমিকের সঞ্চালনায় এবং সহকারী কমিশনার জেলা প্রশাসক কার্যলয় শামীম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, কৃষি অফিসার মাহবুব এলাহী, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান প্রমুখ।

পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এর আগে দিবসটি পালন উপলক্ষে উপজেলা হল রুমে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। পরে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং সর্বস্তরের অংশগ্রহণে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ