• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:১৭:১৪ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:১৭:১৪ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদী পাসপোর্ট অফিসের ছাদ যেন এক দৃষ্টিনন্দন বাগান

১৮ অক্টোবর ২০২৩ সকাল ০৯:৫১:১২

নরসিংদী পাসপোর্ট অফিসের ছাদ যেন এক দৃষ্টিনন্দন বাগান

নরসিংদী প্রতিনিধি: চারিদিকে বিভিন্ন প্রজাতির ফুল, ঔষধি এবং ফলের গাছ ছাদজুড়ে  ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখে যেনো মনে হয়, কোনো এক সৌখিন কৃষকের বাগান। টবে লাগানো সারি সারি এসব গাছ দেখতে যেমন দৃষ্টিনন্দন, তেমনি ছাদের বাতাসেও যেন এক অন্যরকম অনুভূতি ছড়িয়ে দেয়। এ দৃশ্যের দেখা মেলে নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের ছাদে।  প্রকৃতিকে ভালোবেসে গত এক বছরে ধীরে ধীরে এই বাগান গড়ে তুলেছেন এখানকার কয়েকজন কর্মকর্তা। এ ছাদবাগানে ১০০ প্রজাতির ১৫০টি গাছের চারা রয়েছে।

পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সুমন মিয়া ও রাসেল বলেন, নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে এরকম ছাদ বাগান থাকবে, আমরা কল্পনাও করিনি। এ বাগানে বিভিন্ন জাতের গাছ রয়েছে। বিশেষ করে ফুল ও ফলের গাছ যে কাউকে মুগ্ধ করে। এই অফিসের ছাদের পরিবেশ অনেকটা গ্রামের বাগানের মতো। চারপাশে গাছ আর গাছ। একসাথে অনেক ফলের গাছ এবং সেই ফল আমাদেরও খেতে দেয়া হচ্ছে। বিশেষ করে বিভিন্ন প্রজাতির ফুল থেকে মনমুগ্ধকর গন্ধ সবার মন ভালো করে দেয়।

পাসপোর্ট অফিসের কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, বিভিন্ন জাতের ও বারোমাসী ফলের গাছ আমরা এখানে লাগিয়েছি। প্রথম দিকে মাল্টা, কমলা ও আমের চারা দিয়ে বাগান শুরু করি। বছর শেষে বাগান থেকে মিষ্টি ও সুস্বাদু মাল্টা এবং আম পাওয়া যায়। পর্যায়ক্রমে কামরাঙা, ডালিম, সফেদা, লেবু, জলপাই, পেয়ারা, বরই, আমড়াসহ বিভিন্ন প্রজাতির ফল, ফুল ও সবজির গাছ লাগানো হয়।

পরবর্তীতে ড্রাগন,  নিমগাছ, বনজুঁই, তুলসী, চিরতা, থানকুনি, পাথরকুচি, কালো কেশী, বাসক, অর্জুন, জবা, বেলিসহ বিভিন্ন জাতের ওষধি গাছও লাগানো হয়েছে। বর্তমানে এই ছাদবাগানে ১০০ প্রজাতির ১৫০টি গাছের চারা রয়েছে।

নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. জামাল হোসেন বলেন, সাধারণ মানুষের ধারণা, সরকারি অফিস মানেই হলো, শুধুমাত্র একটি বিল্ডিং। কিন্তু না, এর বাইরেও যে কিছু থাকতে পারে, সেটাই দেখানোর চেষ্টা করছি সুন্দর মনোমুগ্ধকর এই ছাদ বাগানের মাধ্যমে। আমাদের বাগানে ওষুধি, ফল, ফুলসহ দেশি-বিদেশি বিভিন্ন রকমের গাছ রয়েছে। এসব গাছ যেমন দেখতে সুন্দর। তেমনি পরিবেশের ভারসাম্যও রক্ষা করছে। আমরা সবাই অফিসের টাইমের ফাঁকে বাগানের পরিচর্যা করি।  এই ছাদবাগান দেখতে বিভিন্ন মানুষ আসেন। এ ছাদ পরিদর্শনে আসাদের বাড়ি,  স্কুল, কলেজের ছাদে এমন বাগান গড়ে তোলার উৎসাহ দেই আমরা।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০