• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৪৬:৪৭ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৪৬:৪৭ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে অপহরণ করতে এসে গণধোলাইয়ের শিকার অপহরণকারী

১৬ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:৫০:৫২

ফরিদপুরে অপহরণ করতে এসে গণধোলাইয়ের শিকার অপহরণকারী

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দশম শ্রেনীর এক ছাত্রীকে অপহরণ করতে এসে গণধোলাইয়ের শিকার হয়েছেন ২ অপহরণকারী। ১৬ অক্টোবর সোমবার বেলা ১১ টায় ফরিদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের আব্দুল আজিজ ইনস্টিটিউশনে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষক অমুল্য কুমার জানান, সোমবার কয়েকজন দুর্বৃত্ত্ব একটি মাইক্রোবাসে নিয়ে আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে। সাহসিকতার সাথে ঐ ছাত্রীর সহপাঠী ও স্থানীয়রা স্কুল মাঠে গাড়িটির গতিরোধ করে ২ জন অপহরণকারীকে ধরে ফেলে, বাকিরা পালিয়ে যায়। এসময় ২ জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে ঐ ছাত্রীর ক্ষুব্ধ সহপাঠী ও স্থানীয়রা মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়।

আটক দুজন হচ্ছেন ফরিদপুর সদর উপজেলার ইশানগোপালপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামের ইসমাইলের ছেলে মামুন (৪০) ও শহরের গোয়ালচামট এলাকার বাদশা মোল্লার ছেলে আলমগীর (৫২)।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মাইক্রোবাস নিয়ে কয়েকজন দুর্বৃত্ত ঐ স্কুলের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। সহপাঠীদের বাধার মুখে তারা ব্যর্থ হয়। সেসময় দুজনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের ব্যবহৃত মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত শিক্ষার্থীরা। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার তদন্ত চলছে, একইসাথে এ ঘটনায় জড়িত অন্যদেরকেও গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ