• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪৬:৪৪ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪৬:৪৪ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে প্রতিমাশিল্পীদের শেষ মুহূর্তের ব্যস্ততা

১৫ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:৫৩:৩৭

সিলেটে প্রতিমাশিল্পীদের শেষ মুহূর্তের ব্যস্ততা

সিলেট প্রতিনিধি: সিলেটে দুর্গাপূজা উপলক্ষ্যে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। শিল্পীরা প্রতিমার গায়ে রংতুলির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ২০ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে পূজা। পূজার প্রধান উপাদান প্রতিমা তৈরির মাধ্যমে সিলেটের বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয়ে গেছে দেবীর আগমনি উৎসব। প্রতিমার মূল কাঠামো তৈরি শুরু হয়েছে ভাদ্র মাসের শুরু থেকেই। মাটির প্রলেপের কাজও শেষ। এখন চলছে দেবীর সাজসজ্জার কাজ।

রাতদিন এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন সিলেটের প্রতিমা শিল্পীরা। সিলেট নগরীর লামাবাজার, মণিপুরী রাজবাড়ী, কালীবাড়ি, দাড়িয়াপাড়া, শিবগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় দেবী দুর্গার প্রতিমার পাশাপাশি কাজ চলছে পূজা মণ্ডপেও। কেউ দেবী দুর্গার চুল ঠিক করছেন, কেউ শাড়ি পরাচ্ছেন, কেউবা আবার তুলির আঁচড়ে রাঙিয়ে নিচ্ছেন দেবী দুর্গাকে।

প্রতিমাশিল্পীরা জানান, পূজার আর বেশি দিন বাকি নেই, হাতে সময় অনেক কম। এখন রং ও সাজসজ্জা করা হচ্ছে। সঠিক সময়ে গ্রাহকদেরকে প্রতিমা হস্তান্তর করতে হবে। তাই কারিগর বাড়িয়ে দিনরাত কাজ চলছে।

সিলেট জেলা ও মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ সূত্রে জানা যায়, এবার সিলেট মহানগর ও জেলায় ৬১৭টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। তার মধ্যে সার্বজনীন ৫৬৯টি এবং পারিবারিকভাবে ৪৮টি পূজোর আয়োজন হবে। মহানগরীতে ১৫১টি পূজার মধ্যে সার্বজনীন ১৩৪টি ও পারিবারিক ১৭টি। জেলায় ৪৬৬টি পূজার মধ্যে সার্বজনীন ৪৩৫টি ও পারিবারিক ৩১টি।

সিলেট মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত জানান, সিলেটের ৬১৭টি মণ্ডপের প্রতিনিধি দলের সাথে ইতিমধ্যে ২ দফা সভা হয়েছে। একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। সকল পূজা কমিটিকে সরকারের গাইডলাইন মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবকের ব্যবস্থা রাখা হবে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্গাপূজা উদযাপনে সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সকলের সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা উদ্‌যাপন করা হবে বলে মনে করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ