• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:২৯:৪৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:২৯:৪৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে সচেতন করতে বাইসাইকেলে এলেন ভারতের ১৬ নাগরিক

১৩ অক্টোবর ২০২৩ সকাল ১১:৪৯:২২

জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে সচেতন করতে বাইসাইকেলে এলেন ভারতের ১৬ নাগরিক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে সচেতন করতে ব্রাহ্মণবাড়িয়ার রানার্স কমিনিটি ও ব্রাহ্মণবাড়িয়া সাইক্লিস্টের আমন্ত্রণে চার দিনের সফরে বাইসাইকেল দিয়ে বাংলাদেশ এলেন ভারতের ১৬ জন নাগরিক।

১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন হয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। দলের নেতৃত্ব দেন আগরতলা সাইক্লিস্ট কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এডমিন গোপেস দেবনাথ। এদের মধ্যে ১৪ জন পুরুষ ও ২ জন নারী সদস্য রয়েছেন।

গোপেস দেবনাথ বলেন, সুস্থ পৃথিবী গড়ে তুলতে পরিবেশ দূষণ রোধ করতে ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পৃথিবীর পরিবেশ সুস্থ রাখা অনেকাংশে সম্ভব। তাই আমাদের স্লোগান হলো ‘বেঁচে থাকতে পৃথিবীকে বাঁচিয়ে রাখুন’। সুস্থ পৃথিবী গড়ে তোলার জন্যই আমাদের একসঙ্গে বাংলাদেশে সাইকেল যাত্রা। মূলত বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও এডমিন অলি আহাদ রতনের আমন্ত্রণে আমরা এখানে এসেছি।

এসময় শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ তাদের ফুল দিয়ে শুভেচছা জানান এবং চা নাস্তার আমন্ত্রণ করেন। কলেজের অধ্যক্ষের আতিথেয়তায় তারা মুগ্ধ। যাত্রা বিরতি শেষে সেখান থেকে বাংলাদেশের নারায়ণগঞ্জের উদ্দেশ্য যাত্রা শুরু করেন।

ভারতীয় দলের টিম লিডার গোপেস দেবনাথ আরও বলেন, আগরতলা সাইক্লোহলিস ফাউন্ডেশন থেকে মুভ ফর আর্থ গ্লোবাল সাইকেল র‍্যালি করেছি। আমাদের লক্ষ্য, সবাই যেন সাইকেল দিয়ে চলতে অভ্যাস গড়ে তুলে। আমাদের টিম বাংলাদেশের নারায়ণগঞ্জ, চাঁদপুর, কুমিল্লাহ বিভিন্ন জেলায় চার দিন ঘুরে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯