• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:২০:৫৮ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:২০:৫৮ (12-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

১২ অক্টোবর ২০২৩ দুপুর ১২:৪৭:০১

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজন নিহত হয়েছে। ১১ অক্টোবর বুধবার দিবাগত রাতে শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল চালক ও সকালে বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় কার্ভাডভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক খাদেমুলের (২৭) পরিচয় পাওয়া গেছে। তিনি ঢাকার মিরপুরের কালশী এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেল গ্যারেজের ব্যবসা করতেন। বাকি দুইজনের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, খাদেমুলসহ কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে সুনামগঞ্জে ঘুরতে গেছিলো। তারা ঘুরাঘুরি করে বুধবার দিবাগত রাতে ঢাকায় ফিরছিলো। খাদেমুল রাত ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় পৌঁছলে সড়কের গর্তে মোটরসাইকেলের চাকা পড়ে পিছলে পড়ে যায়। পরে তাকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী জেলা হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সকালে ইটাখোলা থেকে একটি ট্রাক ও কার্ভাডভ্যান ভৈরবের দিকে যাচ্ছিলো। কার্ভাডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে সামনে থাকা ট্রাককে সজোড়ে ধাক্কা দেয়। এতে কার্ভাডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা যায়। পরে ট্রাকটি পালিয়ে যায়।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বলেন, আমরা ঘাতক বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বেলাবো থানার ওসি তানভীর আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুমিল্লায় জনতা বাস খাদে, আহত ২৫
১২ মে ২০২৪ সকাল ০৯:৩১:২৫