• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৩:১২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৩:১২ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আহত ২

১১ অক্টোবর ২০২৩ সকাল ০৮:৩৭:৩১

কেরানীগঞ্জে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আহত ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে একটি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে রনি আহমেদ এক ব্যক্তি মারা গেছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর।

নিহতের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা হলেন শহিদুল ইসলাম (২৫) ও আসিফ (২৪)। তারা দুজনই সেখানকার সেল্সম্যান।

১০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন বাদাম গাছতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তবে ঘটনার পরপরই রনিকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। অপর দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা দোকানী আব্দুর রহিম জানান, মাগরিবের নামাজের আগ মুহূর্তে ফিলিং স্টেশনে একটি বিস্ফোরণের শব্দ হয়। পরে সেখানে গিয়ে আহত অবস্থায় দুজনকে দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে আসেন আব্দুর রহিম।

তাদের দুজনেরই মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে জানান তিনি। তবে কীভাবে এই বিস্ফোরণ হয়েছে, তা তিনি জানাতে পারেননি।

এদিকে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ হানিফ বলেন, সন্ধ্যায় বিস্ফোরণ হলেও রাত ৮টার দিকে আমরা খবর পাই। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তদন্তের পর কীভাবে বিস্ফোরণ হয়েছে, তা জানা যাবে।

এদিকে কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, ফিলিং স্টেশনে গ্যাস ভরার সময় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রনি নামে একজন মিটফোর্ড হাসপাতালে মারা যায় ও আহত অপর দুইজন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। পুরো ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ