• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৪৫:৫৫ (02-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৪৫:৫৫ (02-May-2024)
  • - ৩৩° সে:

বিনোদন

স্বপন চৌধুরীর নতুন চ্যালেঞ্জ ‘অপারেশন জ্যাকপট’

১৩ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:০৮:৫৭

স্বপন চৌধুরীর নতুন চ্যালেঞ্জ ‘অপারেশন জ্যাকপট’

বিনোদন প্রতিবেদক: দেশের শীর্ষ ইভেন্ট অর্গানাইজিং প্রতিষ্ঠান অন্তর শোবিজ। বাংলাদেশে অসংখ্য সফল আন্তর্জাতিক ও জাতীয় ইভেন্টের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। বলিউড বাদশা শাখরুখ খান লাইভ ইন্ ঢাকা, আদনান সামী লাইভ, অনুপম রায়, নচিকেতা, বম্বে ভাইকিং, মুহিত চৌহান, শ্রেয়া ঘোষল, কুমার সানু, সনু নিগম, সুনিধি চৌহান, ইন্ডিয়ান আইডল, পাকিস্তানি ব্যান্ড জুনুনের কনসার্টগুলো অন্তর শোবিজের ব্যাপক সফল ইভেন্ট।

শুধু আন্তর্জাতিক পারফর্মারাই নয়, তাদের এসব কনসার্টেই পারফর্ম করেন বাংলাদেশের নগরবাউল জেমস, এলআরবি, সোলস, ফিডব্যাক, ওয়ারফেজ, আজম খানসহ দেশের জনপ্রিয় ব্যান্ড এবং সংগীত তারকারা। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গতবছর রাজধানীর হাতিরঝিলে অন্তর শোবিজ’র ড্রোন শো ছিল আরেক সাফল্য।

দীর্ঘ সময়ের অভিজ্ঞতা নিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বপন চৌধুরী এবার হাত দিয়েছেন চলচ্চিত্র নির্মাণে। সরকারি অনুদানে মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে চলছে তার প্রথম সিনেমা ‘অপারেশন জ্যাকপট’র নির্মাণ কাজ। এই চলচ্চিত্রের প্রযোজকের দায়িত্ব পালন করছে তার প্রতিষ্ঠান অন্তর শোবিজ। ছবিটির প্রথমভাগের শুটিং চলছে এফডিসিতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন ছিল ‘অপারেশন জ্যাকপট’। সেটাই বড় আয়োজনে তুলে ধরা হবে রুপালি পর্দায়।

এই ছবিতে এক ভিন্ন রুপে দেখা যাবে আলোচিত অভিনেতা অনন্ত জলিলকে। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের স্বনামখ্যাত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজীব চৌধুরী। ছবিতে বিভিন্ন চরিত্র অভিনয় করছেন, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, ওমর সানী, মিশা সওদাগর, অমিত হাসান, নীরব, ইমন, নাদের চৌধুরী, শহীদুল ইসলাম সাচ্চু, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরুসহ অনেকেই।

ঢাকার এফডিসিসহ বিভিন্ন লোকেশনে প্রথম লটের শুটিং শেষে বাকি শুটিং হবে গাজীপুরের বিভিন্ন স্পটসহ দেশের চার সমুদ্রবন্দরে। এছাড়া ভারত এবং ফ্রান্সের কিছু লোকশন নির্বাচন করা হয়েছে সিনেমার কাহিনী অনুসারে।

সিনেমাটি প্রসঙ্গে স্বপন চৌধুরী বলেন,  ‘দীর্ঘ সময়ের অভিজ্ঞতা অপারেশন জ্যাকপট-এ কাজে লাগাচ্ছি। এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি। তাই নিজেই প্রতিদিন শুটিংয়ে থাকছি।

তিনি বলেন, ‘ইভেন্টের কাজ করেছি তিন দশকেরও বেশি সময়। শোবিজের মোটামুটি সবই আমার জানা। বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতাও রয়েছে। সেই অভিজ্ঞতাই সিনেমায় দেয়ার চেষ্টা করছি। আশা করছি অপারেশন জ্যাকপট চলচ্চিত্রের নিয়মিত দর্শকসহ আকৃষ্ট করবে সবমহলের দর্শকদের।’

এই ছবির কাজ শেষে চলতি বছরেই আরও একটি সিনেমা নির্মাণের কথা জানিয়েছেন স্বপন চৌধুরী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দখল-দূষণে অস্তিত্ব সংকটে গড়াই নদী
২ মে ২০২৪ দুপুর ০১:০৫:৪১