• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:১৮:২৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:১৮:২৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

সিটি কর্পোরেশন

মেট্রোরেলে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা

১ মে ২০২৩ বিকাল ০৫:১৯:৫১

মেট্রোরেলে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক: রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি বহুতল ভবন থেকে চলন্ত মেট্রোরেলে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা। এতে মেট্রোরেলের কোনো যাত্রী আহত না হলেও, কোচটির পূর্বপাশের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তরা বাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।

১ মে সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এসব তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি একটি চক্র তৈরি হয়েছে, যারা মেট্রোরেলে ঢিল ছোড়ে। এমন ঘটনা প্রায়ই ঘটছে। আমরা দুষ্কৃতকারীদের খুঁজছি, কিন্তু তারা সবাই বাড়িছাড়া। তাদের আমরা এমন শাস্তি দেব যেন ভবিষ্যতে এমন কাজ কেউ না করে।

এর আগে, ৩০ এপ্রিল রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোরেলের একটি কোচ আগারগাঁও থেকে উত্তরা যাওয়ার পথে শেওড়াপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তদের ছোড়া ঢিল কোচটির জানালায় আঘাত হানে। রাস্তার পূর্বপাশের একটি ভবন থেকে ঢিল ছোড়া হয়। এই ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। তবে এখনও কাউকে শনাক্ত করা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হাইকোর্টে চিন্ময় দাসের জামিন
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৫:২৫