বরিশাল প্রতিনিধি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,শেখ হাসিনা এখন কোথায় আছেন তা কেউ জানে না। তিনি হয়ে গেছেন যেন ওসামা বিন লাদেনের মতো কখনো দেখা যায় না, মাঝে মাঝে ভিডিও বার্তা দেন।
১ মে বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজনে নগরীর সদর রোডে মহাত্মা অশ্বিনী কুমার হল সম্মুখে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। মহান মে দিবস উপলক্ষে বরিশালে শ্রমিক সমাবেশটির আয়োজনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার নামে ২২৭টি মামলা রয়েছে এবং এর সবকটিই হত্যাকাণ্ড সংশ্লিষ্ট, যা বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম দ্বারা নিশ্চিত হয়েছে।
রিজভী বলেন,বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কোনো গণতান্ত্রিক ভিত্তি নেই। তাই এই সরকারের পতন ঘটাতে হলে গণজাগরণ গড়ে তুলতে হবে। তিনি সুষ্ঠু নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
সমাবেশে রিজভী বলেন, মানবিক করিডোর দেওয়ার আগে জাতিকে বলতে হবে, এর মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গত ১৬ বছরে দেশের জনগণের ওপর দমন নিপীড়িয়ন চালিয়েছে, মামলা-হামলা করেছে। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা উচিত। একতরফা সিদ্ধান্ত দেশের জন্য হুমকির কারণ হতে পারে।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় যা বরিশালের ফজলুল হক এভিনিউ থেকে শুরু হয়ে চকবাজার, গির্জা মহল্লা হয়ে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। এতে মহানগর ও জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, বিএনপি বরিশাল মহানগর আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শ্রমিক নেতা আকন কুদ্দুসুর রহমান, মো. দিলাউদ্দিন সিকদার জিয়া ও বরিশাল মহানগর শ্রমিক দল আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available