• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে আষাঢ় ১৪৩২ সকাল ০৬:৩৫:৫৪ (04-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে আষাঢ় ১৪৩২ সকাল ০৬:৩৫:৫৪ (04-Jul-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

ছেলের ধর্ম ‘ফাঁকা’ রাখলেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা, কারণ...

৩ জুলাই ২০২৫ দুপুর ০২:০৫:২৯

ছেলের ধর্ম ‘ফাঁকা’ রাখলেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা, কারণ...

বিনোদন ডেস্ক: ‘টুয়েলভথ ফেল’ সিনেমার মনোজ শর্মা শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও লড়াকু একজন মানুষ—এই প্রমাণ আরও একবার দিলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সদ্য এক বছর পূর্ণ করা ছেলে বেদান্তের জন্মসনদে ‘ধর্ম’ অংশটি ইচ্ছে করে ফাঁকা রেখেছেন তিনি। কারণটা যেন আজকের সময়েই সবচেয়ে প্রাসঙ্গিক; ধর্মটা ব্যক্তিগত, জোর করে চাপিয়ে দেওয়া যায় না।

বিক্রান্তের নিজের পরিবারটাই যেন এক ‘ভারতবর্ষের প্রতিচ্ছবি’। বাবা খ্রিস্টান, মা শিখ, ভাই মইন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ১৭ বছর বয়সে। আর বিক্রান্ত নিজে হিন্দু রীতিতেই বড় হয়েছেন। স্ত্রীও হিন্দু। কিন্তু এত ধর্মের ভিড়েও সন্তানকে নির্দিষ্ট এক গণ্ডিতে বাঁধতে চান না তিনি।

এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেন, “ছেলের জন্মের পর আমি ধর্মের জায়গাটা ফাঁকা রেখেছিলাম, কারণ সরকারি নিয়মে কোথাও লেখা নেই, এটা আবশ্যক। আমি চাই না বেদান্ত বড় হয়ে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে ফেলুক।”

তিনি আরও জানান, পরিবারে এত ধর্মের সহাবস্থান তাঁর দৃষ্টিভঙ্গিকে অনেক বিস্তৃত করেছে। বলেন, “আমাদের বাড়িতে মন্দিরও আছে, মসজিদেও যাই, গির্জায়ও যাই। সব জায়গায় আমি শান্তি খুঁজি, কারণ আমি মানুষ দেখি তার হৃদয় দিয়ে, ধর্ম দিয়ে নয়।”

ভাই মইন ইসলাম গ্রহণ করার পর তাঁদের পরিবার কম কটূক্তির শিকার হয়নি—সে কথাও অকপটে বলেন অভিনেতা। অথচ সেই পরিবারেই একটাই ছাদের নিচে একাধিক ধর্মের সহাবস্থান—এটাই বিক্রান্ত ম্যাসি’র জীবনদর্শনকে অন্য উচ্চতায় নিয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ