• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৩:০৪:১০ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৩:০৪:১০ (21-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ভর্তি পরীক্ষার্থীদের হাবিপ্রবি সাংবাদিক সমিতির শরবত বিতরণ

৩ মে ২০২৪ দুপুর ০২:৪১:৩১

ভর্তি পরীক্ষার্থীদের হাবিপ্রবি সাংবাদিক সমিতির শরবত বিতরণ

হাবিপ্রবি প্রতিনিধি: চলমান তীব্র দাবদাহে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সুপেয় শরবত (লেবু, ট্যাং, চিনি মিশ্রিত) বিতরণ করছে হাবিপ্রবি সাংবাদিক সমিতি ( হাবিপ্রবিসাস ) ।

৩ মে শুক্রবার ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রধান ফটকের সামনে আগত পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য এমন উদ্যোগ নেয় সংগঠনটি। সাংবাদিক সংগঠনটির এমন সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থী এবং অভিভাবকেরা ।

এ বিষয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী বলেন, শুনেছি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাই আপুরা এবং সংগঠনগুলো বেশ আন্তরিক হয় । হাবিপ্রবিতে এসে কথাটির বাস্তব প্রমাণ পেলাম। এমন উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকরা বলেন, একদল শিক্ষার্থী ফ্রিতে শরবত বিতরণ করছে। এটি সত্যিই একটি মহৎ উদ্যোগ, সাধুবাদ জানাই এই উদ্যোগকে ।

পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফ্রিতে শরবত বিতরণের বিষয়ে জানতে চাইলে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. তানভির আহমেদ বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা। 

তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছু ও সম্মানিত অভিভাবকদের চলমান তীব্র দাবদাহে কিছুটা স্বস্তি দিতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমি এই মহৎকর্মে যুক্ত সমিতির প্রতিটি সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক যোবায়ের ইবনে আলী বলেন, হাবিপ্রবি সাংবাদিক সমিতির সকল সদস্যকে সাথে নিয়ে অত্যন্ত সফলভাবে আমরা কার্যক্রম সম্পন্ন করেছি। সংশ্লিষ্ট সকলের এবং শুভাকাঙ্ক্ষীদের থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী পরীক্ষাতেও কার্যক্রম চলমান রাখার পরিকল্পনা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ