• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৩:৪১:৪৫ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৩:৪১:৪৫ (21-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

মহান স্বাধীনতা দিবসে হাবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

২৬ মার্চ ২০২৪ বিকাল ০৪:৪৮:১৯

মহান স্বাধীনতা দিবসে হাবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

হাবিপ্রবি প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে ও মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদ ও দুই লাখ সম্মান হারানো মা-বোনদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)।

২৬ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে ‘বর্ণাঢ্য স্বাধীনতা র‍্যালি’ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে বাঙালি জাতির বীর সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম কর্মীদের একমাত্র সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতি। 

এসময় উপস্থিত ছিলেন হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. তানভির আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হোসাইন, দফতর সম্পাদক নাঈম ইসলাম সংগ্রাম, কার্যনির্বাহী সদস্য রাহাত হোসেন, মাহমুদ ই মোর্শেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির উপদেষ্টা কৃষি সম্প্রসারণ বিভাগের সহকারী অধ্যাপক রুবায়েদ আল ফেরদৌস নোমান।

শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. তানভির আহমেদ বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমাদের প্রিয় বাংলাদেশ। যুদ্ধের মাধ্যমে পাওয়া, প্রাণের চেয়েও প্রিয় এই স্বাধীনতা রক্ষিত হোক প্রতিটি ক্ষেত্রে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাক দেশ। দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হোক প্রতিটি প্রাণ, এই হোক মহান স্বাধীনতা দিবসের ব্রত।

এদিকে স্বাধীনতা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কামরুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশিদ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. মাহাবুব হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এরপর ক্রমান্বয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ডিনবৃন্দ, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, প্রগতিশীল শিক্ষক ফোরাম, অনুষদীয় সমিতিসমূহ, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ, হাবিপ্রবি শাখা ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ