• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:৫৮:০৭ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:৫৮:০৭ (21-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবি উপাচার্যের রসায়ন বিভাগের গবেষণা কার্যক্রম পরিদর্শন

১৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:৪১:১০

হাবিপ্রবি উপাচার্যের রসায়ন বিভাগের গবেষণা কার্যক্রম পরিদর্শন

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গবেষণা ল্যাব পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান। গবেষণা কার্যক্রমে রসায়ন বিভাগের অগ্রগতি প্রত্যক্ষ করতে তিনি গবেষণা ল্যাব পরিদর্শন করেন।

১৭ ফেব্রুয়ারি শনিবার পরিদর্শনকালে গবেষণা কার্যক্রম সম্পর্কে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম উপাচার্যকে অবহিত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, প্রক্টর ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মামুনুর রশীদ, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম আবু সাঈদ।

গবেষণা কার্যক্রম ও নতুন যন্ত্রাংশ সংযোজন দেখে উৎসাহ প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান। তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের জন্য শিক্ষার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার সমন্বয় ও পর্যবেক্ষণে বিশেষ গুরুত্ব আরোপ করেন।

গবেষণা কার্যক্রম সম্পর্কে রসায়ন বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম বলেন, একসময় খুব অল্প পরিমাণ যন্ত্রাংশ ছিল এখানে। এখন রিসার্চ রুমে ঢুকলেই ভালো লাগে। অনেক কিছু হয়েছে। আরও অনেক যন্ত্রাংশ প্রয়োজন। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি। অনেক কাজ করছি। আশা রাখি, শীঘ্রই ভালো কিছু পাবো।

আরেক শিক্ষার্থী ফাকীদ শারমিন সৃষ্টি বলেন, আমাদের শিক্ষকগণ সর্বদা আমাদের গবেষণামনস্ক হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। তারই ধারাবাহিকতায় আমরা অনেকগুলো কাজ করে যাচ্ছি । আশা করি, খুব শীঘ্রই আরো ভালো কিছু ফলাফল পাবো। তবে ল্যাব ফ্যাসিলিটি আরও বেশি হলে আমরা আরও আগ্রহী শিক্ষার্থীদের সুযোগ দিতে পারতাম।

উল্লেখ্য, রসায়নে গবেষণা কার্যক্রম সহজতর করা, সমন্বয় করা এবং নিরীক্ষণ করার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হয়। গবেষণা কার্যক্রমে বিভাগটির তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ ও মাস্টার্স ডিগ্রির ৩০ জন শিক্ষার্থী নিয়মিত কাজ করে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ