• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০২:৫৬:৩০ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০২:৫৬:৩০ (21-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবির ডরমেটরি-২ হলের ক্যান্টিন বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১০ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:১১:১৪

হাবিপ্রবির ডরমেটরি-২ হলের ক্যান্টিন বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি-২ হলের ক্যান্টিন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফরে বিপাকে পড়েছে হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীরা।

ডরমেটরি-২ হল হাবিপ্রবির অন্যতম একটা হল, যেখানে সর্বাধিক সংখ্যক ছাত্র অবস্থান করে। ক্যান্টিন বন্ধ থাকলেও কোনো সমাধান মিলছে না। প্রায় সাতশত শিক্ষার্থীর জন্য নির্ধারিত একটি মাত্র ক্যান্টিন বন্ধ থাকায় ভোগান্তিতে শিক্ষার্থীরা ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাওন বলেন, হলে ওঠার সময় ক্যান্টিনটি জাঁকজমকভাবে চলতে দেখেছি। কিন্তু গত কয়েকমাস যাবত সম্পূর্ণভাবেই বন্ধ রয়েছে ক্যান্টিনটি। প্রয়োজনের সময়ও আমাদের অন্য হলের ক্যান্টিনে যেতে হয়। শীতের রাতে আবার বাঁশেরহাটও যেতে হয়।

রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী চয়ন রায় বলেন, ডরমেটরি-২ হল হাবিপ্রবির অন্যতম একটা হল, যেখানে সর্বাধিক সংখ্যক ছাত্র অবস্থান করে। এই বড় হলের ক্যান্টিন সর্বদায় বন্ধ থাকে। রাতে এবং সকালে নাস্তার প্রয়োজনে হলের বাহিরে যেতে হয় যেটা অনেকটা বিরক্তিকর। শিক্ষার্থীদের পুষ্টির যোগান দিতে মানসম্মত খাবার যেখানে নিশ্চিত করা প্রয়োজন, সেখানে ক্যান্টিন সবর্দাই বন্ধ থাকে। খুব শীঘ্রই এটার সমাধান হওয়া উচিত। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ক্যান্টিন বন্ধের বিষয়ে ডরমেটরি-২ হলের হল সুপার প্রফেসর ড. মো রবিউল ইসলাম বলেন, কিছু ছাত্রের বিরূপ আচরণের জন্য ক্যান্টিনের দায়িত্বরত লোক ক্যান্টিন বন্ধ করে চলে যায়। তারপর থেকেই ক্যান্টিনটি বন্ধ রয়েছে। আমরা লোক খুঁজছি। এক্ষেত্রে ছাত্রদের সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীরা চাইলে ক্যান্টিনের দায়িত্ব নিজেরাই নিতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ