• ঢাকা
  • |
  • রবিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২ ভোর ০৫:২৩:২৬ (18-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২ ভোর ০৫:২৩:২৬ (18-May-2025)
  • - ৩৩° সে:

ধর্ম ও জীবন

হজ পালন করতে পৌঁছেছেন ৪৮৬৬১ হজযাত্রী

১৭ মে ২০২৫ বিকাল ০৩:৩৪:৫১

হজ পালন করতে পৌঁছেছেন ৪৮৬৬১ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৮ হাজার ৬৬১ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

১৭ মে শনিবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১২৩টি ফ্লাইটে ৪৮ হাজার ৬৬১ যাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬২টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনসের ৪১টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২০টি ফ্লাইট পরিচালনা করেছে। 

হজ বুলেটিনে আরও বলা হয়, চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ১৪ মে চট্টগ্রামের সন্দ্বীপের হজযাত্রী মো. অহিদুর রহমান (৭২) মদিনায় মারা গেছেন।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে, শেষ হবে ১০ জুলাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ