• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:২৬:২৭ (07-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:২৬:২৭ (07-May-2024)
  • - ৩৩° সে:

ধর্ম ও জীবন

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২৫ জুন

২৪ জুন ২০২৩ সকাল ১০:২৩:২৩

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২৫ জুন

নিজস্ব প্রতিবেদক: ২৫ জুন রোববার থেকে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এ বছর বিশ্বের ১৬০ দেশের ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে।

২৫ জুন রোববার ভোরে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হবে এবং শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে। হজ পালনের জন্য ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে এসে পৌঁছেছেন। বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ ১৯ হাজার ৪৬৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার শেষ ফ্লাইটে সৌদিতে বাকি হজযাত্রীরা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এ বছর ২৭ জুন সৌদিতে হজ অনুষ্ঠিত হবে এবং ঈদুল আজহা পালিত হবে পরের দিন ২৮ জুন। বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে এর পরের দিন ২৯ জুন।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়া গনমাধ্যমকে বলেন, রোববার থেকে বিশ্বের লাখো মুসলমানের লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে মক্কা। এ বছর ৩২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী হজ যাত্রীদের স্বাস্থ্য সেবা দেবেন। হজ পালনে আল্লাহর অতিথিদের সব ধরনের সহযোগিতায় সৌদি সরকার ও জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

বাংলাদেশ থেকে এবার মোট ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন হজে যাবেন। এদের মধ্যে শুক্রবার দিবাগত রাত ১টা ৫৯ মিনিট পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৪৬৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩২১ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৯ হাজার ১৪৭ জন এবার হজে যাচ্ছেন।

ধর্ম মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ২১ মার্চ থেকে শুরু হওয়া এবারের হজ ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান, সৌদিয়া ও ফ্লাইনাস এয়ার। এরমধ্যে বাংলাদেশ বিমান বহন করে ৬১ হাজার ১৫১ জন এবং বাকি হজযাত্রীদের পরিবহন করে সৌদি ও ফ্লাইনাস এয়ার।

ইতোমধ্যে হজযাত্রীদের গাইড হিসেবে ২ হাজার ৭১৫ জন সৌদি আরবে গেছেন। সরকারি ব্যবস্থাপনায় গাইড হিসেবে থাকবেন ২২৮ জন এবং বেসরকারিভাবে থাকবেন ২ হাজার ৪৮৭ জন। সে হিসেবে বাংলাদেশের এবারের প্রাপ্য কোটার মধ্যে ৪ হাজার ৯৯৭ টি ফাঁকা রয়েছে যেটি সৌদি সরকারকে আনুষ্ঠানিকভাবে ফেরত দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ