খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা থেকে মাগুরা, ঝিনাইদহ ও ইসলামী বিশ্ববিদ্যালয় আর পদ্মার ওপারে পাবনার সঙ্গে সহজ যোগাযোগ গড়তে এবং বাণিজ্যিক প্রসার ঘটাতে গড়াই নদীর উপর জানিপুর-ওসমানপুর ঘাটে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেতু নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দিন বদলের আশায় দুই উপজেলার ছয় ইউনিয়নের লাখো মানুষ। এলজিইডি কর্তৃপক্ষ বলছে, দ্রুতই শুরু হবে নির্মাণ কাজ।
গত বছরের ৫ ফেব্রুয়ারি বহু দিনের প্রত্যাশিত জানিপুর-ওসমানপুর ঘাটে সেতুটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক। বছর গড়ালেও সেতুটির নির্মাণের কোনো কাজই দৃশ্যমান হয়নি।
কুষ্টিয়া তালবাড়িয়া থেকে পদ্মার শাখা হিসেবে গড়াই নদী গেছে ফরিদপুর হয়ে ভাটিতে বঙ্গপোসাগরে। খোকসা থেকে উজানে কুমারখালী ও ভাটি অঞ্চলের কামারখালীতে ব্রিজ নির্মাণ হলেও মধ্যবর্তী ৩০ কিলোমিটার মধ্যে নেই কোনো সেতু। এতে কৃষি পণ্য পরিবহন যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বেশ ক'টি উপজেলার মানুষের যোগাযোগও হচ্ছে ব্যাহত।
খোকসা জানিপুর বাজার থেকে ওসমানপুর পর্যন্ত ব্রিজ নির্মাণ হলে মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া ও পাবনা জেলার মানুষের মধ্যে গড়ে উঠত সহজ যোগাযোগ।
এতে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য বিস্তার লাভ করবে। এছাড়াও, কৃষক সরাসরি উপকৃত হবেন। তাদের উৎপাদিত পচনশীল পণ্য সরাসরি ঢাকা, খুলনা, মাগুরা ও অন্যান্য স্থানে পাঠাতে পারবেন। এতে পণ্যের ভালো দাম পাওয়া যাবে।
কুষ্টিয়া এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ব্রিজটির একনেকে অনুমোদন করা হয়েছে। ডিজাইন করাও হয়েছে। টেন্ডারের পর শুরু হবে নির্মাণ কাজ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available