নড়াইল প্রতিনিধি: নড়াইলের কৃতি সন্তান বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান’র ৯৯তম জন্মদিন উপলক্ষে ১৫ দিনব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে।
১৫এপ্রিল সোমবার বিকেলে নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় সুলতান চত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এ সময় আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর খান মো. শাহাবুদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ।
অতিথিবৃন্দ সুলতান চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে ১৫ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন ঘোষণা করেন।
এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু জানান, এ মেলায় নিয়মিত সাহিত্য, সংস্কৃতি বিষয়ক উপস্থাপনা, সেমিনার এবং গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available