• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ রাত ১১:২০:৩৬ (02-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ রাত ১১:২০:৩৬ (02-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাটোরের নলডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

১৯ অক্টোবর ২০২৪ সকাল ১১:৫৩:০৬

নাটোরের নলডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় সাপের কামড়ে স্বপ্না বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ১৮ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর বাজেহালতি গ্রামে এ ঘটনা ঘটে।

স্বপ্না বেগম উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাজেহালতি এলাকার মো. শাহাদ কাজীর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘরের ভেতর কাজ করার সময় সাপ কামড় দেয়, বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় নাটোর সদর হাসপাতালে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী  মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী বলেন, ধারণা করা হচ্ছে বিষধর খৈয়া গোখরা সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। ইংরেজি নাম Binocellate ev Spectacled Cobra বৈজ্ঞানিক নাম Naja naja। এ সাপ কামড়ের পর শরীর অবশ হয়ে আসে ও মুখ দিয়ে লালা ঝড়ে।

তিনি আরও বলেন, কোনো রূপ গুজবে কান না দিয়ে, সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যেতে হবে। এসব বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বরিশালের কোচ হলেন আশরাফুল
২ আগস্ট ২০২৫ রাত ০৮:১৮:৩১



ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২০৯
২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৮:১১