• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ ভোর ০৪:১৫:০০ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ ভোর ০৪:১৫:০০ (01-May-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ

৭ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৪৪:০০

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদ ঘোষণার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রবিসাস)। পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাইজিং বিডির প্রতিবেদক মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল ২৪ এর প্রতিবেদক ফায়েজুর রহমান। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এশিয়ান টিভির প্রতিবেদক মো. রাকিব মাহমুদ।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে রবিসাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া। এ সময় মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ ও চব্বিশের গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং তাদের শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সারাবেলার প্রতিবেদক মো. মেহেদী হাসান (কোষাধ্যক্ষ), মুক্তকণ্ঠের প্রতিবেদক মো. মিজানুর রহমান (দপ্তর ও প্রচার সম্পাদক) ও ভোরের বাণীর প্রতিবেদক মো. হাফিজুল ইসলাম (কার্যকরী সদস্য)।

রবিসাসের গঠনতন্ত্র প্রণয়ন ও সাংগঠনিকভাবে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে আগামী চার মাসের জন্য নিযুক্ত হয়েছেন উক্ত কার্যনির্বাহী পরিষদ। এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে উক্ত পরিষদ দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ফায়েজুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করায় সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা মুক্ত চিন্তা ও লেখনীর মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দিয়েছি সবসময়। এ ধারা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের স্বার্থে সবাইকে নৈতিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানাই।’

প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সব সময় বস্তুনিষ্ঠ, সঠিক, তথ্যবহুল সংবাদ পরিবেশন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ। সাংবাদিকদের লেখার মধ্যদিয়ে দেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে আরেক ধাপ এগিয়ে যাবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। আমরা ঐক্যবদ্ধ হলেই শিক্ষার্থীদের অধিকার ঠিক থাকবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনিয়ম, দুর্নীতি কমবে এবং প্রশাসন আরও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচেতন হবে।’

রবিসাসের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টরবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১