• ঢাকা
  • |
  • শনিবার ২১শে আষাঢ় ১৪৩২ বিকাল ০৪:৩০:৩৩ (05-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে আষাঢ় ১৪৩২ বিকাল ০৪:৩০:৩৩ (05-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

জেলের জালে ধরা পড়ল বিলুপ্তপ্রায় শুশুক

২ জুলাই ২০২৫ সকাল ০৯:২১:১৬

জেলের জালে ধরা পড়ল বিলুপ্তপ্রায় শুশুক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার গোবিন্দপুর শ্মশানঘাট গড়াই নদীতে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় জলজ প্রাণী শুশুক। স্থানীয়ভাবে ‘শিশু’ নামে পরিচিত হলেও এটি ডলফিনের একটি প্রজাতি।

১ জুলাই মঙ্গলবার বিকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দাহ গোবিন্দপুর শ্মশান সংলগ্ন গড়াই নদীতে এক জেলের জালে ওই জলজ প্রাণীটি ধরা পড়ে।

স্থানীয় মৎস্যজীবী বিপুল মাঝি জানান, বিকালে মাছ ধরার সময় হঠাৎ জালের সঙ্গে শুশুকটি উঠে আসে। বিরল প্রজাতির জলজ প্রাণীটি দেখতে নদীর তীরে ভিড় জমায় উৎসুক জনতা। তীরে উঠানোর পরই শুশুকটি মারা যায়।

হাকিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খিলাফত বিশ্বাস জানান, এক জেলের জালে প্রাণীটি ধরা পড়েছে। তাদেরকে শুশুকটি নদীতে ছেড়ে দেয়ার জন্য বলা হয়েছিল। তবে জালে বেঁধে যাওয়ায় প্রাণীটি মারা যায়। পরে বনবিভাগের লোকজন সেটি নিয়ে গেছে।

শৈলকূপা উপজেলা মৎস কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, একজন জেলের জালে শুশুকটি ধরা পড়ে। পরে নদীর পাড়ে তোলার পর সেটি মারা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিয়ের গাড়ি দুর্ঘটনা, বরসহ নিহত ৮
৫ জুলাই ২০২৫ বিকাল ০৪:১৭:৪৬



সাংবাদিকরা জাতির বিবেক: দুলু
৫ জুলাই ২০২৫ বিকাল ০৩:৪২:২৫