• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ সকাল ১০:১৪:৪৫ (09-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ সকাল ১০:১৪:৪৫ (09-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বামনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৫:২৩

বামনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বামনা (বরগুনা) প্রতিনিধি: শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো বরগুনা জেলার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ।

১৪ ডিসেম্বর সকাল ৯টায় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম। এ সময় সহকারী অধ্যাপক মিলন কৃষ্ণ হালদার ও সহকারী অধ্যাপক নূর হোসেনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহকারী অধ্যাপক নূর হোসেন বুদ্ধিজীবীদের ইতিহাস নিয়ে আলোচনা করেন।

বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম টুকু বলেন, ‘বাঙালী জাতিকে নেতৃত্বশূন্য ও মেধাশূন্য করার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনী ও এদেশীয় দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মম ও পৈশাচিকভাবে হত্যা করে।

তিনি আরও বলেন, ‘তৎকালীন পাকিস্তানি রাজনীতিবিদ ও সামরিক বাহিনী বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য চূড়ান্ত বিজয়ের ঠিক পূর্ব মুহুর্তে এই পরিকল্পিত হত্যাযজ্ঞ ঘটায়।’ পাকিস্তান ও তাদের দোসরদের চক্রান্ত এখনও চলছে বলে দাবি করেন তিনি।

সবশেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত, দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








অবশেষে সাবেক মেয়র আইভী গ্রেফতার
৯ মে ২০২৫ সকাল ০৮:২২:২৪