• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:২০:৩২ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:২০:৩২ (01-May-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ডিআইইউ’তে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি

১৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:০৯:৩৬

ডিআইইউ’তে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি

ডিআইইউ প্রতিনিধি: বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির আয়োজনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়টির পুরাতন ক্যাম্পাসের এসটিসিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিকে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, বাংলাদেশের থ্যালাসেমিয়া সমিতির মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ম্যানেজার শুভ কুমার মাহান্তা, প্রফেসর মো. শাহ আলম চৌধুরী প্রমুখ।

রক্ত দিতে আসা সিএসই বিভাগের ৮৫ ব্যাচের শিক্ষার্থী সুদিব মন্ডল বলেন, আমি আগে কখনও রক্ত দেইনি। এখন ক্যাম্পাসে থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত দিলাম। আমার জন্য যদি একটা জীবন বেঁচে থাকতে পারে এর থেকে আর ভালো কি হতে পারে। আমি এখন থেকে নিয়মিত রক্তদান করবো।

কর্মসূচির বিষয়ে প্রফেসর মো. শাহ আলম চৌধুরী বলেন, থ্যালাসেমিয়া একটা এমন রোগ যা বংশগত হয়ে থাকে। এই রোগের এক মাত্র প্রতিকার হচ্ছে ৩ মাস পর রোগীকে নতুন রক্ত দিতে হয়। এই কর্মসূচির মাধ্যমে আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী ভালো কাজে যুক্ত থাকুক।

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ম্যানেজার শুভ কুমার মাহান্তা বলেন, আমরা ঢাকার শহরে বিভিন্ন জায়গায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য বিশেষ রক্তদাতা ক্যাম্প আয়োজন করে থাকি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমন্ত্রণে প্রথম আমরা ৮ সদস্যের একটা টিম এসেছি। এখন পর্যন্ত আমরা ১১ ব্যাগ রক্ত সংগ্রহ করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১