• ঢাকা
  • |
  • রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:১৮:১৩ (04-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:১৮:১৩ (04-May-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

‘কফি হাউজ’ গানের অজানা কিছু তথ্য

৩ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৪০:৪১

‘কফি হাউজ’ গানের অজানা কিছু তথ্য

বিনোদন ডেস্ক: মান্না দের গাওয়া বিখ্যাত গান ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ বাংলা গানের জগতে এক অমর সৃষ্টি। গানটির মাধ্যমে একজন প্রবীণ মানুষ তার পুরোনো বন্ধুদের কথা স্মরণ করছেন—যারা একসময় একসঙ্গে আড্ডা দিতেন, স্বপ্ন দেখতেন। এখন তারা কেউ হারিয়ে গেছে, কেউ বদলে গেছে, কেউ আর নেই।

এই গান তাই শুধু আড্ডা বা বন্ধুত্বের গান নয়, এটি সময়ের গতিমুখ ও জীবনের পরিণতির প্রতিচ্ছবিকে বোঝানো হয়েছে। গানটির সুর, কথা ও পরিবেশনের মধ্যে এক ধরনের নস্টালজিয়া এবং জীবনের এক চিরন্তন বাস্তবতা প্রতিফলিত হয়েছে।

গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, সঙ্গীত পরিচালনা করেছিলেন সুপর্ণকান্তি ঘোষ। আর গানটি গেয়েছিলেন মান্না দে। এই গানটির প্রকাশকাল ১৯৮০-এর দশকে।

তবে কফিহাউজ গানটি নিয়ে মান্না দে সবসময় কৃতিত্ব দেন গীতিকার ও সুরকারকে। এই গানে মান্না দে গানটা গেয়েছিলেন মাত্র। তাঁর মতে, হেমন্ত গাইলে গানটা সুপারহিট হতো আর শ্যামল মিত্র গাইলে তো হিট। তবে মান্নার কণ্ঠে যে গানটি চিরকালীন পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে সেই কথা স্বীকার করে নিয়েছেন গানটির সুরকার সুপর্ণকান্তি।

নিখিলেশ, মইদুলদের নিয়ে দ্বিতীয় গানটি লিখেছিলেন শমীন্দ্র রায় চৌধুরী। প্রথম গানের স্কেলেই গানটা করেছিলেন মান্না দে। দ্বিতীয় গানটি প্রথমটির থেকেও সুরের বৈচিত্র্যের বিচারে অনেক ভালো হয়েছিল। কিন্তু কোথায় গেল সেই স্বপ্নের কফি হাউস কেউ জানে না। বাঙালি তো জানতেই পারল না সেই গানের কথা। তবে কফি হাউজ নিয়ে মান্না দের যে দুইটি গান আছে।

কফি হাউজ-১

‘কফি হাউজের আড্ডাটা’

কফি হাউজ-২

‘স্বপ্নের কফি হাউজ’

গানের প্রেক্ষাপট

‘কফি হাউজ’ বলতে এখানে বোঝানো হয়েছে কলকাতার কলেজ স্ট্রিটে অবস্থিত ‘ইন্ডিয়ান কফি হাউজ’, যা বহু বাঙালি ছাত্র-ছাত্রী, লেখক, কবি, বুদ্ধিজীবী ও শিল্পীদের আড্ডার কেন্দ্র ছিল। মান্না দে নিজেও এই কফি হাউজে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছেন।

গানে বর্ণিত চরিত্রগুলো

প্রত্যেকটি চরিত্র বাস্তব জীবনের প্রতিফলন—ডিভোর্স হয়ে যাওয়া রোমান্টিক সুধাংশু, বিপ্লবী গৌতম, ব্যর্থ কবি দিনু, কর্পোরেট দুনিয়ায় ডুবে যাওয়া রমেশ, আর ‘সে’—সবাই মিলে এককালে কফি হাউজে আড্ডা দিত। এখন কেবল স্মৃতি।

এই গান বহু মানুষকে আবেগপ্রবণ করে তোলে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সমানভাবে জনপ্রিয়। এটি বাঙালির জীবনে, সংস্কৃতিতে এবং বন্ধুত্বের সংজ্ঞায় এক অমূল্য সংযোজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ