• ঢাকা
  • |
  • সোমবার ২০শে শ্রাবণ ১৪৩২ বিকাল ০৫:৫৮:১৮ (04-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২০শে শ্রাবণ ১৪৩২ বিকাল ০৫:৫৮:১৮ (04-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাটোরের গুরুদাসপুর থেকে ভূয়া এনএসআই সদস্য আটক

৪ আগস্ট ২০২৫ সকাল ০৯:৫৫:৪১

নাটোরের গুরুদাসপুর থেকে ভূয়া এনএসআই সদস্য আটক

নাটোর প্রতিনিধি: দুদকের তদন্তের ভূয়া চিঠি তৈরী করে তদন্তের নামে নাটোরের গুরুদাসপুর খাদ্য গুদাম কর্মকর্তার থেকে ৫ লাখ টাকা চঁাদা নেয়ার সময় নাজমুল হাসান নামে এক প্রতারককে সেনাবাহিনীর সহায়তায় আটক করেছে এনএসআই।

৩ আগস্ট রোববার রাতে গুরুদাসপুর পৌর এলাকার মডেল মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তাকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়। আটক নাজমুল গুরুদাসপুর উপজেলার খামাড় নাচকৈড় এলাকার মকবুল হোসেনের পুত্র।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন জানান, গত চার পাঁচদিন আগে আটক নাজমুল নিজেকে এনএসআই ফিল্ড অফিসার পরিচয় দিয়ে গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার মোবাইলে দুদকের ভূয়া চিঠি পাঠায়। পরে ফোন করে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেবেন বলে ভয়ভীতি দেখান, সেই সাথে ৫ লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে বিষয়টি জেলা প্রশাসকসহ এনএসআই কর্মকর্তাদের জানান তারা। এরপর ভূয়া ব্যক্তিকে ধরতে ফাঁদ পাতে এনএসআই সদস্যরা।

রোববার রাতে ৫ লাখ টাকা নিয়ে স্থানীয় এনএসআইয়ের কর্মকর্তাদের সাথে নিয়ে গুরুদাসপুর যান খাদ্য নিয়ন্ত্রক অফিসের এক কর্মকর্তা। এরপর প্রতারক নাজমুল গুরুদাসপুর পৌর এলাকার মডেল মসজিদের সামনে টাকা নিতে আসলে সোনাবাহিনীর সহায়তায় তাকে আটক করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

গুরুদাসপুর থানার ওসি আসমাউক হক জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশব্যাপী ‘বিজয় র‍্যালি’ করবে বিএনপি
৪ আগস্ট ২০২৫ বিকাল ০৫:৩৭:৪৭


কেরানীগঞ্জে যুবদল নেতার মরদেহ উদ্ধার
৪ আগস্ট ২০২৫ বিকাল ০৫:১৮:২১