ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় উদ্ধারকৃত মুক্তিযুদ্ধকালীন ১১টি অবিস্ফোরিত মর্টার শেল যমুনা নদীতে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর একটি বোমা ডিসপোজাল ইউনিট।
১২ জুন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী উপজেলার নলিন এলাকার যমুনা নদীতে মর্টার শেলগুলো বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়।
এ সময় সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিমসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
ওসি একেএম রেজাউল করিম জানান, গত ১১ জুন বুধবার রাতে উপজেলার পাটিতাপাড়া এলাকায় যমুনা নদীর তীর থেকে ১১টি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঠানো হয়। পরদিন সকালে সেগুলো নিরাপদভাবে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত সব মর্টার শেল সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়ার বাসিন্দা শাহাদত নামের এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে যমুনা নদীর তীরে মর্টার শেলগুলো দেখতে পান। হঠাৎ এমন বস্তু চোখে পড়লে তিনি আতঙ্কিত হয়ে স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে আশপাশের উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে এবং দ্রুত পুলিশকে অবহিত করা হয়।
স্থানীয়দের ধারণা, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাটিতাপাড়া ও মাটিকাটা এলাকায় যমুনা নদীর তীরে পাকিস্তানি বাহিনীর একটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছিল। উদ্ধার হওয়া মর্টার শেলগুলো সেই সময়কার সামরিক অস্ত্র। মরিচা ধরা অবস্থায় শেলগুলো একত্রে পড়ে ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available