• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০১:০০:৪০ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০১:০০:৪০ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বেদের অত্যাচারে অতিষ্ঠ খোকসাবাসী

১৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৫৮:৪৯

বেদের অত্যাচারে অতিষ্ঠ খোকসাবাসী

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় বেদে সম্প্রদায়ের কারণে ভদ্র সমাজ, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, সাধারণ খেটে খাওয়া মানুষ, পথচরীসহ সর্বস্তরের জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা শহরের বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে বেদে সম্প্রদায়ের ৪/৫ জনের একাধিক মেয়েদের দল ছোট ছোট সাপ হাতে নিয়ে সর্বস্তরের মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। আর টাকা নেয়া ওইসব মানুষকে বলা হচ্ছে আল্লাহ তাদের ভাল করবেন।

একাধিক লোকজনের অভিযোগ রয়েছে, এই বেদেরা সবার কাছ থেকে প্রায় জোর করেই টাকা নিচ্ছেন। টাকা না দেয়া পর্যন্ত পিছু ছাড়ে না বেদেরা। আবার অনেকের কাছে খুচরা টাকা না থাকলে পড়তে হচ্ছে বিপাকে।

এমনি এক ভুক্তভোগী টুটুল হোসেন জানান, তার বাড়ি উপজেলার মালিগ্রাম এলাকায়। তিনি ১৫'ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ৩টার দিকে খোকসা ঐতিহ্যবাহী কালীপূজা মেলার মেইন গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ৪, ৫ জনের একটি বেদের দল সাপ নিয়ে তার সামনে আসে এবং তার কাছে টাকা দাবি করে। তার কাছে খুচরা টাকা না থাকায় ১'শ টাকার নোট দিয়ে ৫ টাকা রাখতে বললে বেদেরা ৫০ টাকা নিয়ে চলে যায়। এতে তিনি অসহায়ত্ব বোধ করেন।

তিনি আরও জানান, বেদেরা এভাবে যে টাকা নিচ্ছে সবার কাছ থেকে তাতে অনেকেই খুশি না। তাই প্রশাসনসহ সবার কাছে অনুরোধ করে বলেন, এই বেদে সম্প্রদায়ের টাকা তোলা বন্ধ করলে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে।

ভ্যান চালক রহিম উদ্দিন জানান, বেশ কিছুদিন ধরে বেদেদের দেখা যাচ্ছে। কি বলবো ভাই টাকা না দিয়ে কি উপায় আছে। অপমান বোধ করার আগেই সবাই টাকা দিয়ে দেয়। আসলে টাকা তো মন থেকে দিচ্ছে না কেউ। টাকা নিয়ে বেদেরা চলে যাওয়ার পরে অনেকেই বলে বাঁচা গেলো।

কলেজ ছাত্র রনি বলেন, তিনি খোকসা বাস স্টান্ড এলাকায় আসলে এই বেদের খপ্পরে পড়েন এবং টাকা দিতে হয়। আসলে কি বলবো সবার সামনে অপমান হওয়ার চাইতে ওদের বিদায় করাই ভাল। কিন্তু এটাতো অস্বাভাবিক বেদেদের প্রশ্রয় দেয়া হচ্ছে। এর প্রতিকার চান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১