নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবে না। রাজনীতিতে অংশ না নিতে নিষেধাজ্ঞা জারি করে ফের প্রজ্ঞাপন দিয়েছে বুয়েট কতৃপক্ষ। ১৯ জুলাই বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বুয়েটের রেজিস্টার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ক্যম্পাসের ভেতরে কিংবা বাইরে শিক্ষার্থীরা কোনভাবে রাজনীতিতে জড়ালে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে সব রাজনৈতিক সংগঠনের কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং কোন শিক্ষার্থী অনুমোদিত ক্লাব/সোসাইটি ব্যতীত কোন রাজনৈতিক দলের বা এর অঙ্গসংগঠনসহ কোন সংগঠনের সদস্য হতে বা তার কর্যক্রমে অংশ গ্রহণ করতে পারবে না।
আরও বলা হয়, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যলয় আদেশে বর্নিত নিয়মসমূহ যথাযথভাবে পালন করতে হবে। আদেশ অমান্য করলে অধ্যাদেশে বর্নিত বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বুয়েটের শিক্ষার্থদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্য কোন মাধ্যমে তাদের সাংগঠনিক/রাজনৈতিক পরিচয় ব্যবহার না করার জন্য নির্দেশ দেয়া হয়।
এদিকে সম্প্রতি ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন বুয়েটের বর্তমান ২ শিক্ষার্থী। তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বুয়েটে রাজনীতি পুনরায় অনুপ্রবেশ করাতে চাচ্ছে ছাত্রলীগ- এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন ক্ষোভ ও সঙ্কার মধ্যেই এ প্রজ্ঞাপন জারি করলো বুয়েট প্রশাসন।
এর আগে ২০১৯ সালের ১৬ নভেম্বর বুয়েট হলে ছাত্রলীগের ক্যডার বাহিনী নির্মমভাবে পিটিয়ে আবরার ফাহাদকে হত্যা করলে একই প্রজ্ঞাপন দিয়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়টি জানিয়েছিলো তৎকালীন বুয়েট কতৃপক্ষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available