• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:০৯:৪৩ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:০৯:৪৩ (01-May-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

গবিতে বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন মাইক্রোবায়োলজি

৩ মার্চ ২০২৪ রাত ০৯:২৬:৪৩

গবিতে বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন মাইক্রোবায়োলজি

গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মাইক্রোবায়োলজি বিভাগ। গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জিবিডিএস) প্রথমবারের মতো এ আয়োজন করে। ৩ মার্চ রোববার দুপুরে একাডেমিক ভবন মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ সকল সরকারি সেবায় ব্লকচেইন টেকনোলজির ব্যবহার নিশ্চিত করবে’। এতে সরকারি দলের ভূমিকায় মাইক্রোবায়োলজি এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করে ফলিত গণিত বিভাগ।

প্রতিযোগিতায় সরকারি দলের পক্ষ থেকে বাকযুদ্ধে অংশগ্রহণ করেন মো. মেরাজ হোসেন সজীব, মো. ফাহাদ ইসলাম ফাহিম ও মাসুদা তাসনিম কৃতি। অপরদিক বিরোধী দলের পক্ষ থেকে অংশগ্রহণ করেন সামিয়া আফরিন, পিযুস রায় ও আনসারুজ্জামান আদনান।

টুর্ণামেন্টের সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন জয়ী দলের মেরাজ। ফাইনালের সেরা বিতার্কিক হন ফলিত গণিতের সামিয়া।

অনুষ্ঠানে জিবিডিএস’র ২০২৩-২৪ সেশনের কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম। এতে সভাপতি হিসেবে তৌসিফ ফারহান সুস্মিত ও সাধারণ সম্পাদক হয়েছেন নওশীন নোওয়ার আদনী।

প্রসঙ্গত, ‘যুক্তিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশ’ স্লোগানে গত ২৮ ফেব্রুয়ারি ১৬টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। সংসদীয় পদ্ধতিতে ৩ দিনব্যাপী যাবত এ প্রতিযোগিতা চলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১