মুন্সীগঞ্জ প্রতিনিধি: আজ ১১ ডিসেম্বর, ১৯৭১ সালের এই দিনে কাক ডাকা ভোরে হানাদারমুক্ত হয় মুন্সীগঞ্জ জেলা। এদিন পাক সেনাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয় আসে।
আগের দিন ১০ ডিসেম্বর মধ্যরাতে শহরের সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রাবাসে পাক হানাদারবাহিনীর ক্যাম্প আক্রমণ করে মুক্তিযোদ্ধারা। এ সময় পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ শুরু হয় গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো শহর। একপর্যায়ে ১১ ডিসেম্বর ভোরে পিছু হটে মুন্সীগঞ্জ ত্যাগ করে পাকিস্তানি সেনারা।
হানাদারবাহিনী ক্যাম্প ছেড়ে পালিয়ে গেলে ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নেয় মুক্তিযোদ্ধারা। এরই মধ্য দিয়ে মুন্সিগঞ্জ হানাদারমুক্ত ঘোষণা করা হয়। বিজয় উল্লাসে ফেটে পড়েন মুক্তিযোদ্ধারা। তারা কলেজের ছাত্রাবাসের ৪ তলার ছাদে উড়ান স্বাধীন বাংলার লাল-সবুজের পতাকা।
ইতিহাসের গৌরবোজ্জ্বল দিনটি স্মরণীয় করে রাখতে প্রতিবছরের ন্যায় এবারও জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ১১ ডিসেম্বর সোমবার প্রথম প্রহরে শহীদদের স্মরণ করে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন হানাদার মুক্ত দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available