• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:১২:২৬ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:১২:২৬ (20-May-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

‘ফিলিস্তিনি যোদ্ধারা ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে’

৮ জানুয়ারী ২০২৪ সকাল ১১:৫৭:২৪

‘ফিলিস্তিনি যোদ্ধারা ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে’

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন সিনিয়র কমান্ডার বলেছেন, ইসরাইলি বিমান হামলা প্রতিহত করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা একদিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে। তিনি আরও বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আইআরজিসির কুদস ফোর্সের শীর্ষস্থানীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি ৭ জানুয়ারি রোববার তেহরানে অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা জানান। তিনি বলেন, “ফিলিস্তিনিরা আজ শুধু রকেট দিয়ে যুদ্ধ করছে। কিন্তু এমন দিন আসবে, যখন তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হস্তগত করবে এবং ইসরাইলি সেনাদেরকে বিমান হামলা চালাতে দেবে না।”

জেনারেল মাসজেদি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপগুলো গাজা যুদ্ধে ইসরাইলি বাহিনীর ভয়াবহ ক্ষতি করেছে। স্পেশাল গোলানি ব্রিগেডসহ ইসরাইলের ছয়টি ব্রিগেড ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে প্রচণ্ড মার খেয়েই গাজা থেকে সরে গেছে বলে তিনি মন্তব্য করেন।

জেনারেল মাসজেদি এর আগে ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। মধ্যপ্রাচ্যে তৎপর ইহুদিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধ অক্ষের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি রোববারের সম্মেলনে দেয়া বক্তব্যে আরও বলেন, ইরানের সমর্থনপুষ্ট প্রতিরোধ গ্রুপগুলো চূড়ান্তভাবে শত্রুদের পরাজিত করবে। সূত্র: পার্সটুডে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাঙামাটিতে ইউপিডিএফ’র অবরোধ পালন
২০ মে ২০২৪ দুপুর ০২:৪৪:২৬