• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০২:০৭:৩৫ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০২:০৭:৩৫ (20-May-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

গাজায় আরও ২ সেনা নিহতের কথা স্বীকার করল ইসরাইল

৯ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:৩৭:২১

গাজায় আরও ২ সেনা নিহতের কথা স্বীকার করল ইসরাইল

সাবেক ইসরাইলি সেনাপ্রধানের ছেলের শেষকৃত্য অনুষ্ঠানে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত বিমান হামলা এবং কামান ও ট্যাংকের গোলাবর্ষণ চলছে। এতে ৮ ডিসেম্বর শুক্রবার তিনশতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

অন্যদিকে দখলদার ইসরাইলি সেনাদের পাশবিক হামলার জবাবে হামাস ও ইসলামি জিহাদসহ সবগুলো ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের তুমুল প্রতিরোধও অব্যাহত রয়েছে। গাজার কোনো অংশের ওপরই পূর্ণ ও স্থায়ী দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে পারেনি ইসরাইলি সেনারা। শুক্রবার তেল আবিবে রকেট হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠনগুলো।

এই গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় আরও দুই সেনার নিহত হওয়ার খবর স্বীকার করেছে ইহুদিবাদী সেনা কর্তৃপক্ষ। তাদের হিসাবে গাজায় এ পর্যন্ত নিহত ইসরাইলি সেনার সংখ্যা ৯১ জনে উন্নীত হয়েছে; যদিও ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টগুলো বলছে, প্রকৃত নিহত ইসরাইলি সেনার সংখ্যা আরও অনেক বেশি।

ইসরাইলের সাবেক সেনাপ্রধান ও যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্য গাদি আইজেনকোটের ছোট ছেলে গাল মেইর আইজেনকোটের শেষকৃত্য শুক্রবার ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর হেরজলিভা শহরে অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের হামলায় গাল মেইর নিহত হয়। নেতানিয়াহু, তার মন্ত্রিসভার সদস্যরা এবং ইহুদিবাদী প্রেসিডেন্ট হার্জগ গাল মেইরের শেষকৃত্যে উপস্থিত ছিলেন।

হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘বৃহস্পতিবার তাদের যোদ্ধারা গাজা উপত্যকার উত্তরে একটি টানেলের মুখে বোমা পেতে রেখেছিল। ইসরাইলি সেনারা টানেল মুখে গিয়ে এটির ঢাকনা উত্তোলন করার সঙ্গে সঙ্গে বোমাটি বিস্ফোরিত হয়। এর ফলে ঘটনাস্থলেই সাবেক ইসরাইলি সেনাপ্রধান গাদি আইজেনকোটের ছেলে নিহত হয়। ওই ঘটনায় আরও বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে।’ সূত্র: পার্সটুডে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ