• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৫:০১:৪১ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৫:০১:৪১ (20-May-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

গাজায় মানবিক সাহায্যবাহী গাড়িগুলোর উপর বোমা ফেলছে ইসরাইল

৮ নভেম্বর ২০২৩ সকাল ০৮:৩২:৫২

গাজায় মানবিক সাহায্যবাহী গাড়িগুলোর উপর বোমা ফেলছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, ইসরায়েলি বাহিনী গাজা শহরে আন্তর্জাতিক রেড ক্রসের মানবিক সাহায্য পরিবহনকারী কনভয়কে লক্ষ্যবস্তু বানিয়ে বোমা হামলা করেছে।

অন্যদিকে গাজায় ডক্টরস উইদাউট বর্ডারের এক সদস্য নিহত হয়েছেন, এর পরিপ্রেক্ষিতে এমএসএফ এই রক্তপাত বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

মানবাধিকার অধিকার সংগঠন ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন জানিয়েছে, ইসরায়েল নজিরবিহীনভাবে ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, মারাত্মক বোমাবর্ষণ এবং ব্যাপক বাস্তুচ্যুতি অব্যাহত থাকার পরও তারা গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধের ব্যাপারে কোনো সীমা বেঁধে দেবে না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত ১০ হাজার ৩শ’ ২৮ ফিলিস্তিনি ইসরাইলি হামলায় নিহত হয়েছে। একই সময়ের মধ্যে ইসরাইলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪শ’রও বেশি। সূত্র: আল জাজিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাঙামাটিতে ইউপিডিএফ’র অবরোধ পালন
২০ মে ২০২৪ দুপুর ০২:৪৪:২৬