• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৪:২৪:০০ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৪:২৪:০০ (20-May-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ইসরাইলি বাহিনী গাজায় প্রবেশ করছে

২৮ অক্টোবর ২০২৩ সকাল ১০:৫৬:১৬

ইসরাইলি বাহিনী গাজায় প্রবেশ করছে

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইতোমধ্যে স্থল অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস দাবি করেছে, গাজার উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় ইসরাইলের সেনাবাহিনীর সঙ্গে তাদের তীব্র লড়াইয় চলছে।

উত্তর গাজার বেইত হানুন ও বুরেজের কাছে ভয়াবহ সংঘর্ষ চলছে বলে জানিয়েছে হামাসের শামরিক শাখা কাশেম ব্রিগেড।

অন্যদিকে গাজায় রাতভর প্রচণ্ড বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বিগত দিনগুলোর চেয়ে শুক্রবার রাতে বিমান হামলা সবচেয়ে জোরালো ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে ইসরাইলি সামরিক বাহিনীর এক মুখপাত্র মাজ নীর দিনার নিশ্চিত করেছেন, গাজায় উপত্যকায় তাদের কিছু সেনা ঢুকেছে। কিন্তু এটি সম্ভাব্য স্থল অভিযানের অংশ কিনা, এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

তিনি সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘আমাদের ট্যাংক ও সেনারা গাজা সীমান্তে ঢুকেছে। তারা গুলি ছুড়ছে এবং অভিযান চালাচ্ছে।’ সূত্র: বিবিসি ও আল জাজিরা।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাঙামাটিতে ইউপিডিএফ’র অবরোধ পালন
২০ মে ২০২৪ দুপুর ০২:৪৪:২৬