ঠাকুরগাঁও প্রতিনিধি: ইউপি সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত টিম আসার আগেই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ইউনিয়ন পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল আগুনে পুড়ে ছাই হয়েছে।
৩০ বুধবার ভোরে উপজেলার ৩নং হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে আগুন লেগে বিভিন্ন নথি পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। আর এ আগুনে পরিষদের আয়, ব্যয়, ভিজিডি কার্ডের জমানো টাকার হিসেবসহ ইউপি সদস্যদের বকেয়া বেতনের বিভিন্ন ফাইল পুড়ে যায়।
বিভিন্ন সূত্রে জানা যায়, বুধবার ইউপি সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্যদের গঠিত তদন্ত কমিটির প্রতিনিধি দল আসার কথা ছিল। আর সেই তদন্ত কমিটি আসার আগেই পুড়ে গেল পরিষদের বিভিন্ন ফাইল।
কয়েকজন ইউপি সদস্য জানান, ইউপি সদস্যদের সম্মানীভাতা না দেয়া, সভার রেজুলেশন জালিয়াতি ও বিভিন্ন আর্থিক খাতে দুর্নীতির বিষয়ে আনীত অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত টিম আসার কথা ছিল। সেই তদন্ত কমিটি আসার আগেই পুড়ে ছাই হলো পরিষদের বিভিন্ন নথি।
পরিষদের নৈশপ্রহরী মহল্লাদার ফজলুল হক জানান, মঙ্গলবার রাত ১০টার সময় ইউপি সচিব পরিষদের সেই কক্ষে প্রবেশ করেন। এর পরে ভোর রাতে আমি মসজিদের মুয়াজ্জিনের সংবাদে খবর পাই এবং দেখি যে সচিবের কক্ষে আগুন জ্বলছে। পরে কক্ষের থাই জানালা খুলে বাইর থেকে পানি ঢেলে আগুন নিভায়।
ইউপি সচিব পলাশ চন্দ্র রায় জানান, আমি রাতে আমার কাজ শেষে বের হয়ে যায়। তখন সব ঠিক ছিল। বুধবার সকালে খবর পেয়ে এসে দেখি সব গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরও বলেন, ইউনিয়ন মেম্বারদের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত টিম আসার কথা ছিল বুধবার।
ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন বলেন, এতে পরিষদের কিছু নথি পুড়ে গেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available