মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারের মধ্যে রয়েছে একটি সরকারি পুকুর। সেই পুকুরটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকে বাজারের সকল ময়লা-আবর্জনা স্তুপ করে ফেলা হচ্ছে এই পুকুরটিতে। পরিবেশ দিবস আসে পরিবেশ দিবস চলে যায়, কিন্তু এই পুকুরের দিকে কেউ আর নজর রাখে না। অযত্নে আর অবহেলায় পুকুরটি এখন প্রাণহীন অবস্থায় রয়েছে।
শত বছর থেকে ব্যবসায়ীরা ছেংগারচর বাজারের এই পুকুরটির পানি ব্যবহার করত। এই বাজারে ছোট বড় মিলে প্রায় দেড় হাজারের অধিক দোকানপাট রয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন তদারকি না থাকায় পুকুরটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিকে। দূষিত করছে আশপাশের পরিবেশ। এই পুকুরের তিনদিকে রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান আর পূর্ব দিকে রয়েছে ছেংগারচর পৌর ভূমি অফিস, পাশেই সরকারি গরুর হাট।
স্থানীয় ব্যবসায়ী মো. নাজিম দর্জি ও মো, রবিউল্লা জানান, ছেংগারচর বাজারের ব্যবসায়ীরা পুকুরের পানি ব্যবহার করে গোসল, ওযু ও সবজি ধৌত করতেন। বর্তমানে এই পুকুরে কোন পানি নেই, আছে শুধু ময়লা-আবর্জনা। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে বাজারের চারপাশে। বাজারের ভেতরে নির্দিষ্ট কোন ডাস্টবিন বা ময়লা ফেলার স্থান না থাকায় কতিপয় দুষ্ট লোক এই পুকুরে ময়লা ফেলে পুকুরটিকে ডাস্টবিনে পরিণত করেছে।
ছেংগারচর বাজারের পৌর বণিক সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন বলেন, এটি সরকারি বাজারের পুকুর। বাজারে কোন অগ্নিকাণ্ড ঘটলে যে পুকুর থেকে পানি পাওয়া যেত, সেটি এখন ময়লা-আবর্জনায় ভরে গেছে। পুকুরটি পরিস্কার করে পুরনো পরিবেশ ফিরিয়ে আনতে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছে বিষয়টি একাধিকবার তুলে ধরেছি। বাজারের ব্যবসায়ী ও মানুষের স্বার্থে অচিরেই যেন এই পুকুরটি পরিস্কার করা হয় সেজন্য প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-এমরান বলেন, খালি জায়গা পেয়ে মানুষ এখানে ময়লা আর্বজনা ফেলছে। আমরা অচিরেই এখানে বনায়ন করবো এবং পৌর ভূমি অফিসে সেবা নিতে আসা লোকজনদের বসার স্থান করে দিবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান বলেন, এখানে পুকুর থাকলে এটি ভরাট করার কোন অনুমতি নেই। কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available