• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে শ্রাবণ ১৪৩২ রাত ১২:৩১:৩৩ (04-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৯শে শ্রাবণ ১৪৩২ রাত ১২:৩১:৩৩ (04-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা

২৮ জুলাই ২০২৫ দুপুর ০২:৫৫:৩৫

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

২৮ জুলাই সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আব্দুস সোবহানের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায়। ২০২১ সালের ২৫ জুলাই তিনি ফুলছড়ি উপজেলায় নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগ দেন।

সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, সকালে হাঁটতে হাঁটতে কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন আব্দুস সোবহান। সেখানেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত চিকিৎসক নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নিহতের স্বজনদেরও অবহিত করা হয়েছে। আব্দুস সোবহানের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন। এখানে প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুস সোবহান প্রতিদিন ফজরের নামাজ শেষে হাঁটা হাঁটি করতেন। তিনি কোয়ার্টারেই থাকতেন। সকাল সাড়ে ৯টায় অফিসে না আসায় একজন সহকারী তাকে ডাকতে যান। তখন কোয়ার্টারের মেঝেতে তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে সেখানেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







পিপি হলেন অ্যাডভোকেট মোকাররম হোসাইন
৩ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:৪৮

২৪ দফা ইশতেহার ঘোষণা করলো এনসিপি
৩ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:০৪