• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:২৯:২৪ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:২৯:২৪ (20-May-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

বুধবার বিকেলে তফসিল নিয়ে বৈঠকে বসছে ইসি

১৪ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:০৬:৪৭

বুধবার বিকেলে তফসিল নিয়ে বৈঠকে বসছে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক: ১৫ নভেম্বর আগামীকাল বুধবার বিকেল ৫ টায় তফসিল ঘোষণার বিষয়ে এক বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ দিনই প্রথমবারের মতো সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আশা করা হচ্ছে, এ ভাষণেই ঘোষণা করা হবে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল।

১৪ নভেম্বর মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যে জান যায়, বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার সকালে ঘোষণা করা হতে পারে চূড়ান্ত তফসিল।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচন ঘনিয়ে এসেছে। হয়তো দু-একদিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা দেবে।

সংবিধান অনুযায়ী বর্তমান সংসদের মেয়াদ ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হবে। এর ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯  এবং নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৮৫২ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইতোমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। নির্বাচনে ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার ভোট দেবে বলে আশা প্রকাশ করা হচ্ছে ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










রাঙামাটিতে ইউপিডিএফ’র অবরোধ পালন
২০ মে ২০২৪ দুপুর ০২:৪৪:২৬