• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:৪৫:৪০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:৪৫:৪০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

নদী ভাঙ্গনের কবলে নড়াইলের পাজারখালী মহাশ্মশান

২০ মার্চ ২০২৪ বিকাল ০৫:১৮:১৬

নদী ভাঙ্গনের কবলে নড়াইলের পাজারখালী মহাশ্মশান

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: নদী ভাঙ্গনের কবলে পড়েছে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিনের পাজারখালী মহাশ্মশান। ভাঙ্গন রোধ করা না হলে অচিরেই এ শ্মশানটি নদী গর্ভে বিলিন হয়ে যাবে।

সরজমিন গিয়ে দেখা যায়, হবখালী ইউনিয়নের পাজারখালী মহাশ্মশানটি চিত্রা নদীর পশ্চিম তীরে পাজারখালী নামক স্থানে অবস্থিত। দীর্ঘদিন আগে শ্মশান এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গন রোধ করার জন্য স্থানীয়ভাবে অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু কোন কাজ হয়নি। সম্প্রতি ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। ইতোমধ্যে শ্মশানের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়েছে।

পাজারখালী মহাশ্মশান’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৌমেন পাল জানান, শ্মশানের অধিকাংশ জায়গা আগেই নদী ভাঙ্গনে চলে গেছে। স্থানীয়দের উদ্যোগে নিজদের অর্থায়নে ৮ শতক জমি ক্রয় করে নতুন করে চিতা তৈরি করা হয়েছে। আবারও শ্মশানটি ভাঙ্গনের মুখে পড়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে ভাঙ্গন রোধ করা না হলে যে কোন মুহুর্তে চিতা ও শব স্নানের স্থান নদীগর্ভে বিলনি হয়ে যাবে। একই সাথে ঝুঁকিতে আছে পাশের হেলথ কমপ্লেক্সটি। তাই অচিরেই এখানে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরী।

পাজারখালী মহাশ্মশান’র সভাপতি অমিত কুমার দত্ত বলেন, হবখালী ইউনিয়নের সাধুখালী,সুবুদ্ধিডঙ্গা ও ফলিয়া গ্রামসহ পার্শ্ববর্তী এলাকার হিন্দু সম্প্রদায়ের একমাত্র শ্মশানটি নদীগর্ভে বিলীন হতে যাচ্ছে। তড়িৎ পদক্ষেপ নিয়ে ভাঙ্গন ঠেকানো না হলে শ্মশান সহ ওই এলাকা ভেঙ্গে নদীতে চলে যাবে। আর তাতে এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন চরম বিপাকে পড়ে যাবে।

তিনি ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মাণ করে শ্মশান ও হেলথ কমপ্লেক্স রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১

ইসকন নেতা চিন্ময় দাসের জামিন আদেশ স্থগিত
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:২৮

টুঙ্গিপাড়াসহ শেখ পরিবারের জমি জব্দের আদেশ
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:১০