• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৮:৪৩:৩২ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৮:৪৩:৩২ (20-May-2024)
  • - ৩৩° সে:

বই আলোচনা

মেলায় এসেছে জিয়া উদ্দিন মাহমুদের বই ‘মেন্টর@ব্যাকপ্যাক’

১৩ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:১৭:৫৩

মেলায় এসেছে জিয়া উদ্দিন মাহমুদের বই ‘মেন্টর@ব্যাকপ্যাক’

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বই মেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চিফ অপারেটিং অফিসার জিয়া উদ্দিন মাহমুদের নতুন বই ‘মেন্টর@ব্যাকপ্যাক’।

ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক এই বইটি ৪ ভাগে ভাগ করা হয়েছে। বইটি প্রসঙ্গে লেখক বলেন, একজন ক্রিকেটার, ফুটবলার বা অ্যাথলেটের যেমন একজন কোচ থাকে, ঠিক তেমনি আমাদের সবার লাইফে একজন কোচের বিশেষ প্রয়োজন। আপনার লাইফে এজন কোচ ও মেন্টর কীভাবে কন্ট্রিবিউট করতে পারে, সে বিষয়ে নিজের কর্মজীবনের ২০ বছরের অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করেছি এই বইটিতে।

অদম্য প্রকাশ থেকে প্রকাশিত এই বইটির প্রকাশক নাফিব রাফে। বইটির প্রচ্ছদ করেছেন সালাউদ্দিন ইশাদ ও আজিম মাহামুদ।

বইটির মুদ্রিত মূল্য ৩৮০ টাকা। বই মেলায় এটি পাওয়া যাচ্ছে অদম্য প্রকাশের ৩৯ নাম্বার স্টলে। বইমেলা থেকে ২৫ শতাংশ এবং শিক্ষার্থীরা ৩০ শতাংশ ছাড়ে সংগ্রহ করতে পারবেন বইটি। পাশাপাশি ziauddinmuhammad.com, রকমারিসহ বিভিন্ন অনলাইন বুক শপ থেকে বইটি সংগ্রহ করা যাচ্ছে।

বইটির সাথে থাকছে- ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রডাক্টিভিটি হ্যান্ডবুক, বুকমার্ক ও এক্সক্লুসিভ মেন্টরশিপ প্রোগ্রাম এ জয়েন করার সুযোগ।

জিয়া উদ্দিন মাহমুদ গ্র্যাজুয়েশন ও ডিপ্লোমা ইন কম্পিউটার সিস্টেম সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় পারি জমান। সেখান থেকে এমবিএ সম্পন্ন করে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে ২০ বছর যাবৎ কাজ করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ