• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:৩৩:২৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:৩৩:২৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালাই সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে হাঁটু সমান পানি

৬ অক্টোবর ২০২৩ দুপুর ১২:০৫:২১

কালাই সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে হাঁটু সমান পানি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়কের দক্ষিণ পার্শ্বে অবস্থিত জনগুরুত্বপূর্ণ কালাই উপজেলা প্রাঙ্গণে একটু বৃষ্টিতেই জমে থাকে এক হাঁটুপানি। গত তিনদিন থেকে সাব-রেজিস্টার অফিসসহ অন্যান্য অফিসের রাস্তা হাঁটু সমান পানিতে ভরপুর হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে কর্মকর্তা-কর্মচারীসহ সেবাগ্রহীতাগণ। নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার ফলেই এই অবস্থা চলছে দীর্ঘদিন ধরে।

উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবারে। এই দুইদিন সাব-রেজিস্ট্রার অফিসে জমি ক্রয়-বিক্রয়ের
দলিল হয়। এই দুইদিন প্রায় দুইশত মানুষের আনাগোনা হয়। গেটের প্রবেশমুখে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সবসময় কাঁদা জমে থাকে।

স্ট্যাম্প ভেন্ডার ও দলিল লেখক সমিতির সভাপতি সুজাউল ইসলাম বলেন, প্রশাসনের গাফলতির কারণে গত ১৫ বছর ধরে এই কাদাযুক্ত রাস্তার উপর দিয়ে তাদের অফিসের কাজকর্ম করতে হয়। অথচ, সদিচ্ছা থাকলে এমন পরিস্থিতি একদিনেই ঠিক করা যায়।

উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা সামিউল ইসলাম জানান, কার্যালয়ের সামনে জমে থাকা পানি নিষ্কাশনসহ জায়গাটির সৌন্দর্য বর্ধনে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি জানান, তিনি উপজেলা পরিষদ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সব সময় সজাগ রয়েছেন। আবারও উদ্যোগ নেয়া হবে। সাব-রেজিস্ট্রি অফিসের সামনে রাস্তার বিষয়ে আগামী মাসিক সভায় উত্থাপনের পর সিদ্ধান্ত নেয়া হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন বলেন, উপজেলা পরিষদ চত্বরে যাতে করে পানি জমে না থাকে, সে জন্য ড্রেনেজ ব্যবস্থাসহ রাস্তা নির্মাণের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সাথে কথা বলে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অনলাইন জুয়াকে লাল কার্ড প্রদর্শন
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১৬:৫৪

গাছ সতেজ রাখতে এড়িয়ে চলুন সাত ভুল
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১০:১৭


আওয়ামী লীগ এখন মরা লাশ: ভিপি নুর
৩০ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৫:৫৫