• ঢাকা
  • |
  • রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:৪০:৩৬ (19-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:৪০:৩৬ (19-May-2024)
  • - ৩৩° সে:

বিনোদন

মেক্সিকোর সার্ভান্টিনো উৎসবে বাংলাদেশের ৫ চলচ্চিত্র

১০ আগস্ট ২০২৩ দুপুর ১২:৪২:৫৫

মেক্সিকোর সার্ভান্টিনো উৎসবে বাংলাদেশের ৫ চলচ্চিত্র

বিনোদন ডেস্ক: আগামী ১৩ থেকে ১৯ অক্টোবর মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের ৫১তম আসর। এবারের আসরে মনোনীত হয়েছে বাংলাদেশের ৫টি চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো হচ্ছে, খন্দকার সুমনের ‘সাঁতাও’, খিজির হায়াত খানের ‘ওরা ৭জন’, ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’, নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ এবং উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’।

সার্ভান্টিনো উৎসবটি উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব।  ১৯৭২ সাল থেকে মেক্সিকোর গুয়ানুহওয়াটো শহরে প্রতি বছর সার্ভান্টিনো উৎসবটি অনুষ্ঠিত হয়। বিখ্যাত স্প্যানিশ উপন্যাস ‘ডন কিহোটতে’ এর লেখক মিগেল ডি সার্ভান্টেস সাভেইদ্রুহ-এর প্রতি শ্রদ্ধা জানাতে উৎসবটির আয়োজন করা হয়।  শিল্পকলার সকল শাখা এই উৎসবটিতে উদযাপিত হয়।

৫১তম সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের অফিসিয়াল ওয়েব সাইট থেকে জানা যায় নির্মাতা ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’ চলচ্চিত্রটি আগামী ১৫ অক্টোবর, নির্মাতা খিজির হায়াত খানের ‘ওরা ৭জন’ প্রদর্শিত হবে আগামী ১৬ অক্টোবর এবং নির্মাতা নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ প্রদর্শিত হবে আগামী ১৭ অক্টোবর দুপুর ১২টায়। আগামী ১৮ অক্টোবর প্রদর্শিত হবে নির্মাতা উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’ এবং ১৯ অক্টোবর নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বিকেল ৫টায়।

‘সাঁতাও’ চলচ্চিত্রের পরিচালক খন্দকার সুমন বলেন, সার্ভান্টিনো উৎসবটি উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব। এমন একটি মর্যাদাপূর্ণ উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠীর শৈল্পিক চিন্তার মানুষদের কাছে আমাদের চলচ্চিত্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। বিষয়টি একই সাথে আনন্দের এবং সম্মানের। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ