বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩৫তম ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতা দেখতে ১ জানুয়ারি সোমবার দুপুরে জেলার দূর-দূরান্ত থেকে হাজারও মানুষ ভিড় করেন উপজেলার আচমিতা ইউনিয়নের চৈতারভিটা গ্রাম সংলগ্ন হাওরে।
প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ২০টি ঘোড়া নিয়ে ২০ জন অশ্বারোহী অংশ নেন। প্রতিযোগিতায় বানিয়াগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, আচমিতা ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, মো. এখলাছ উদ্দীন, মো. আল আমিন ও ডা. শামীম হুসাইনসহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিনটি গ্রুপে সর্বমোট নয়জন বিজয়ীকে এলইডি টিভি, খাসি, বাইসাইকেল, রাইসকুকার, মুঠোফোন ও নগদ টাকাসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, মরহুম হাজী শামসুদ্দীন ব্যাপারীর স্মরণে প্রতিবছর ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার ছিল এ প্রতিযোগিতার ৩৫তম আসর।
এ প্রতিযোগিতাকে ঘিরে কটিয়াদী উপজেলার চৈতারভিটা মাঠে বসে মনোহরি আর গ্রামবাংলার বিভিন্ন মিষ্টান্নের দোকানের পসরা। সব মিলিয়ে সেখানে মেলায় পরিণত হয়। এমন আয়োজনে যোগ দিতে পেরে খুশি সকল শ্রেণির মানুষজন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available