• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই আষাঢ় ১৪৩২ বিকাল ০৪:৪৯:৩৮ (02-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৮ই আষাঢ় ১৪৩২ বিকাল ০৪:৪৯:৩৮ (02-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে তরুণের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

২৯ জুন ২০২৫ রাত ০৮:২৯:৫৭

শ্রীপুরে তরুণের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

গাজীপুরের(শ্রীপুর) প্রতিনিধি: এলাকায় রড সিমেন্ট চুরি করার দায়ে ও বিচারের মুখোমুখি করায় উত্তেজিত হয়ে যোগাযোগ মাধ্যমে মেরে ফেলার হুমকি দেয়াসহ স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান পাওয়ায় বখাটে কিশোরের ফাঁকা গুলির বিষয়টি প্রকাশ্যে আসে।  গাজীপুরের শ্রীপুর উপজেলায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত তেহিম মাতবর (১৮) নামের এক তরুণের ফাঁকা গুলি ছোড়ার ভিডিও ভাইরাল হয়েছে।

শনিবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ নিয়ে চলছে নানা সমালোচনা। অস্ত্রের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, ওই কিশোর গ্যাংয়ের ওই তরুণকে খোঁজা হচ্ছে।

তেহিম মাতবর শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের বাসিন্দা আসাদুজ্জামাল মাতবর ওরফে জামাল ডাক্তারের ছেলে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি বহুতল ভবনের ছাদে ফুলহাতা কালো শার্ট পরা এক তরুণ ডান হাতে একটি পিস্তল উঁচিয়ে আকাশের দিকে গুলি ছুড়ছেন। ভিডিওর পর থেকে নানা ধরনের অভিযোগ আসতে থাকে তার বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, তেহিম দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে এলাকায় জমি দখল, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা নিয়মিত ঘটে আসছে। গার্মেন্টস কেন্দ্রিক এ এলাকায় দূরদূরান্ত থেকে আসা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভয়ে কেউ তেহিমের বিরুদ্ধে মুখ খুলতেন না। তেহিমের গুলি ছোড়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে সাহস করে নির্যাতনের ঘটনা তুলে ধরছেন।

স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাজী  ইসমাইল হোসেন, এশিয়ান টেলিভিশনকে  বলেন, তেহিম এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িত। তিনি কাউকে তোয়াক্কা করেন না। তার গুলি ছোড়ার ভিডিও আমি নিজে দেখেছি। আইনশৃঙ্খলা রক্ষায় তাকে দ্রুত গ্রেফতার করা জরুরি।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ভিডিওটি তিন মাস আগে ধারণ করা। ঘটনার পরপরই বিষয়টি আমাদের নজরে আসে। অভিযুক্তকে খোঁজা হচ্ছে। তাকে পেলে বিস্তারিত জানা যাবে। এরই মধ্যে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। ভিডিওর সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২ জুলাই ২০২৫ বিকাল ০৪:২৭:০৬


৫ আগস্ট সাধারণ ছুটি, প্রজ্ঞাপন জারি
২ জুলাই ২০২৫ বিকাল ০৪:১০:০৪

দাম কমলো এলপি গ্যাসের
২ জুলাই ২০২৫ বিকাল ০৩:৪৭:৫৪

৪৮তম বিশেষ বিসিএসের তারিখ ঘোষণা
২ জুলাই ২০২৫ বিকাল ০৩:৪১:০৮