• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:০২:৩৪ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:০২:৩৪ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গণভবনে গাসিক মেয়র জায়দা খাতুন

২৫ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৫৮:২১

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গণভবনে গাসিক মেয়র জায়দা খাতুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

২৪ জানুয়ারি বুধবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সাক্ষাৎ শেষে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছবিসহ আলহামদুলিল্লাহ লিখে ফেসবুকে আপলোড দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

এ সময় ফেসবুকে তিনি লিখেছেন, ‘পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা।‘

প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করে গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেছেন মেয়র জায়েদা খাতুন। সঠিকভাবে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতের ন্যায় গাজীপুরের উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।’

উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে হারিয়ে টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে জয়লাভ করেন জায়েদা খাতুন। এরপর গত ১১ অক্টোবর মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা হিসেবে তার ছেলে ও সাবেক মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ