• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩২ রাত ০৩:৫৬:৫৮ (04-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩২ রাত ০৩:৫৬:৫৮ (04-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নেছারাবাদে খাবারের সাথে বিষ মিশিয়ে দুটি গর্ভবতী গরুকে মেরে ফেলেছে দুর্বৃত্তরা

৩ জুলাই ২০২৫ সকাল ১০:০০:২৪

নেছারাবাদে খাবারের সাথে বিষ মিশিয়ে দুটি গর্ভবতী গরুকে মেরে ফেলেছে দুর্বৃত্তরা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর নেছারাবাদের কামারকাঠি গ্রামে মো. সোহাগ নামে এক অসহায় জেলের দু'টি গর্ভবতী গরু বিষ প্রয়োগে মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

১ জুলাই মঙ্গলবার গভীর রাতে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এমন নির্মম ঘটনা ঘটেছে। খবর শুনে ওই নি:স্ব জেলের বাড়ীতে ভীড় করেছে এলাকাবাসী। এ ঘটনায় এলাবাসীরা খুবই দু:খ প্রকাশ করছে। ভুক্তভোগী অসহায় জেলে সোহাগের দাবি কেহ রাতের আধারে কলা বা আমের সাথে বিষ প্রয়োগ করে গরুকে খাইয়ে দিয়েছে। এতে তার গরু দুইটি মারা গেছে। গরু দুইটি অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। মৃত গরুর বর্তমান বাজার দর কম পক্ষে ২ লাখ টাকা বলে দাবি এলাকাবাসী সহ ভুক্তভোগী পরিবারের।

ওই অসহায় ক্ষতিগ্রস্ত জেলে সোহাগ মিয়ার স্ত্রী পারভীন বেগম জানায়, তাদের মোট তিনটি গরু। প্রতিদিনের মতো তিনি দুপুরে গরুকে গোসল করিয়ে ভাতের মাড়ের সাথে খইর, ভূষি মিশিয়ে তিনটা গরুকে তিনটি বালতিতে খেতে দেন। এরপরে খড় খাওয়ান। পরে বিকালে তার স্বামী কাচা ঘাস এনে সেগুলোকো পানিতে পরিস্কার করে খেতে দেন। সন্ধ্যার পরে তার স্বামী জাল নিয়ে নদীতে বের হন।

এশার আযানের পর গরুগুলো গোয়ালঘরে বসে ছটফট করছিল। টের পেয়ে বাহিরে গিয়ে দেখেন একটি গরু মাটিতে শুইয়ে ছটফট করছে। এসময় মুখ দিয়ে লালা বের হচ্ছে। সাথে সাথে অপর একটি গরু মাটিতে কাত হয়ে পড়ে যায়। এসময় বাকি ষাড় গরুটি লাফালাফি করছে। পরে ডাক্তার এসে ষাড়গরুকে ইনজেকশন ও ঔষধ দিলে একটু সুস্থ হয়। এর পূর্বে বাকি দুইটি গরু মারা যায়।

জেলে সোহাগ মিয়া বলেন, ডাক্তার এসে একটি গরুকে সুস্থ করতে পেরেছে। তবে বাকি দুইটি গরু মারা গেছে। তার দাবি গরুকে কেউ বিষ প্রয়োগ করে হত্যা করেছে। তিনি বলেন, ব্র্যাক থেকে কিছু টাকা পেয়েছিলাম। সাথে কিছু টাকা কিস্তি উঠিয়ে একটি গরু কিনেছিলাম। সেই গরু থেকে মোট তিনটি গরু হয়েছে। দুর্বৃত্তের বিষ প্রয়োগে আমার দুইটি গরু শেষ। সাথে আমি পথে বসে গেলাম। এখন যে গরুটি বেঁচে আছে সেটাও ভাল থাকে কিনা তা নিয়েও সন্দিহান।

নেছারাবাদ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. মো. মাহবুব আলম খান বলেন, কেহ হয়তো গরুর ঘাসের সাথে বিষ প্রয়োগ করেছে। এতে ওই জেলের দুইটি গরু মারা গেছে। অপরটিকে চিকিৎসা দিয়েছি। সেটা আশঙ্কা মুক্ত।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ