• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:১২:০০ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:১২:০০ (20-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

গণ বিশ্ববিদ্যালয়ে ফ্রি ভেটেরিনারি চিকিৎসাসেবা

২০ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৪১:২৮

গণ বিশ্ববিদ্যালয়ে ফ্রি ভেটেরিনারি চিকিৎসাসেবা

গবি প্রতিনিধি: মহান ভাষার মাস উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক গবাদিপশু, পাখি ও পোষা প্রাণীর ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।

১৯ ফেব্রুয়ারি সোমবার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালে এ আয়োজন করা হয়। এ সময় দুটি ক্রনিক সার্জারিও করা হয়। এছাড়া কৃমিনাশক ও রুচিবর্ধক বিভিন্ন ঔষধ খামারিদের মাঝে বিতরণ করা হয়।

অনুষদের ডিন অধ্যাপক ড. জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।

উপাচার্য বলেন, 'কৃষিক্ষেত্রে দেশ এখন অনেক এগিয়ে। আগে প্রতিদিনই খামারীদের পশু মৃত্যুর সংবাদ শোনা যেত। এখন এ হার প্রায় শুন্যেূর কোটায়।' এ সময় তিনি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উন্নয়ন ও যাবতীয় চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অধ্যাপক ড. জহিরুল ইসলাম বলেন, 'এ ধরনের কার্যক্রম সবসময় চালু রাখা উচিত। এতে শিক্ষার্থীরা যেমন হাতে-কলমে শেখার সুযোগ পায়, একইসাথে খামারীরাও উপকৃত হয়। আমরা এ সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে চেষ্টা করবো।'

দিনব্যাপী এ আয়োজনে হাসপাতালের চিকিৎসকরা খামারীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। সেবা নিতে আসা সংশ্লিষ্ট এলাকার খামারী ও পোষা প্রাণীর মালিকরা এ উদ্যোগকে সাধুবাদ জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ