• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে আষাঢ় ১৪৩২ সকাল ০৯:০১:৩৩ (07-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৩শে আষাঢ় ১৪৩২ সকাল ০৯:০১:৩৩ (07-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গোপালগঞ্জের আলোচিত কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্য আটক

২৯ জুন ২০২৫ সকাল ১১:৩৯:৪৩

গোপালগঞ্জের আলোচিত কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্য আটক

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে আলোচিত কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের সক্রিয় ৮ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, গাঁজা সেবনের কল্কি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

২৭ জুন শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতাররা হলো- কাশিয়ানী উপজেলার মহেশপুর গ্রামের মোস্তফা মোল্যার ছেলে ইনতেমাম মোল্যা (২০), গেড়াখোলা গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. জিসান (২০), হোগলাকান্দি গ্রামে মনির মুন্সীর ছেলে হামজা মুন্সী (২০), একই গ্রামের আরিফ মোল্যার ছেলে অনিক মাহমুদ (২০), পশ্চিম মাঝিগাতি গ্রামের আসলাম ইয়ামিন শরীফ (২০), একই গ্রামের জালাল মোল্যার ছেলে বেলাল মোল্যা (২০),  এস্কেন মুন্সীর ছেলে আশিক মুন্সী (২০) ও দোলাগ্রামের ওহিদ শেখের ছেলে হামিম শেখ (২০)।

২৮ জুন শনিবার কাশিয়ানীর রাতইল হর্টিকালচার আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর রেলষ্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করে জেলহাজতে পাঠিয়েছেন।

সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও বলেন, সেনাবাহিনী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সব ধরনের অপরাধীদের আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শতবর্ষী আশুরা মেলায় মানুষের ঢল
৭ জুলাই ২০২৫ সকাল ০৮:৩৪:২৪