মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: স্ত্রী নির্যাতনের মামলায় খাগড়াছড়িতে মো: সালাউদ্দিন (৩৫) নামে সাবেক বিজিবি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। ২৮ আগস্ট সোমবার খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ নির্দেশ দেয়।
আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
সালাউদ্দিন ব্রাহ্মনবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবিতে কর্মরত ছিল।
মামলার এজাহারে উল্লেখ আছে, ২০১১ সালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড বাজার এলাকার আব্দুল মতিন মিয়ার ছেলে সালাউদ্দিনের সঙ্গে পৌর ২নং ওয়ার্ড নতুন পাড়ার মীর হোসেন এর মেয়ে ফাতেমা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের নাভা (৮) নামে এক মেয়ে ও রাগ (৪) নামে এক ছেলে রয়েছে।
বিয়ের পর থেকে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যৌতুকসহ বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন করতো বলে স্ত্রীর অভিযোগ রয়েছে।
স্ত্রীর দাবি, যৌতুক দিতে অস্বীকৃতি জানালে এলোপাতাড়ি মারধর করে ডিভোর্সের হুমকি দিয়েছিলো স্বামী সালাউদ্দিন। এসময় স্ত্রী খাগড়াছড়ি জেলা ও দায়রা আদালতে মামলা দায়ের ও সালাউদ্দিনের কর্মস্থল ব্রাহ্মনবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক বরাবর ন্যায় বিচার চেয়ে আবেদন করে। বিজিবির বিধি মোতাবেক এনসিও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে প্রমাণিত হওয়ায় গত ২৮ মে তাকে চাকুরি হতে অব্যাহতি দেওয়া হয়।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশুতোষ চাকমা জানান, স্ত্রী নির্যাতনের মামলায় সাবেক বিজিবি সদস্য আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে, উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available